আর ভুলেও অন্য অ্যাকাউন্টে যাবে না UPI এর টাকা, নতুন নিয়ম

Published on:

UPI Transaction Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন (UPI Transaction Rules) এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আজকাল কোথাও নগদে লেনদেন প্রায় হয়ই না। কেনাকাটা থেকে শুরু করে সিনেমার টিকিট বুকিং, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া বা ঘুরতে যাওয়া, সামান্য পাঁচ দশ টাকার জিনিস কিনতে গেলেও অনেকে অনলাইনেই লেনদেন করে। UPI পেমেন্টের মাধ্যমেই যাবতীয় লেনদেন হয়। আর এই আবহে এবার UPI লেনদেন নিয়ে এক নতুন নিয়ম জারি কড়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনলাইনে অনেক সময়ই ব্যাঙ্ক ট্রান্সফার করার সময় তাড়াহুড়োয় ভুল নম্বরে টাকা চলে যায়। আর তাতেই বেশ ঝামেলায় পড়তে হয় গ্রাহকদের। কিন্তু এখন আর সেই সমস্যার ভুক্তভোগী হতে হবে না গ্রাহকদের। কারণ, সম্প্রতি NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI সম্পর্কিত একটি নিয়ম জারি করেছে। যেখানে বলা হয়েছে গ্রাহক যখন পেমেন্ট করতে যাবে তখন শুধুমাত্র অ্যাকাউন্টধারীর সেই নামটি প্রদর্শিত হবে যা CBS অর্থাৎ কোর ব্যাঙ্কিং সিস্টেমে নিবন্ধিত হবে। অর্থাৎ পেমেন্ট করার সময়, গ্রাহক সেই নামটিই দেখতে পাবেন যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবন্ধিত আছে।

UPI নিয়ে নতুন নিয়ম জারি সংস্থার

আসলে কখনও কখনও গ্রাহকদের অনলাইনে লেনদেন করার সময় নানা বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। আর সেই বিভ্রান্তির মূল কারণ হল ভিন্ন নাম। আর তার ফলেই ভুল করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। তবে এবার থেকে আর সেই সমস্যায় পড়বে না কেউই। কারণ চলতি বছর আগামী ৩০ জুন থেকে সমস্ত UPI অ্যাপের জন্য কার্যকর করা হচ্ছে এই বিশেষ নিয়ম। আসলে UPI এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ কোটি টাকার ডিজিটাল লেনদেন প্রক্রিয়া করে। এমন পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে NPCI-এর এই নতুন পদক্ষেপ UPI লেনদেনের গতি এবং নির্ভরযোগ্য পরিষেবা উন্নত করার পাশাপাশি সুরক্ষিত রাখবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: দু’মাসের মধ্যে চালু হচ্ছে হাওড়া-দিল্লি স্লিপার বন্দে ভারত, কত হবে ভাড়া? বড় আপডেট রেলের

মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে পেমেন্ট হয়ে যাবে

অন্যদিকে চলতি বছরের ২৬ জুন থেকে আরও এক নয়া নিয়ম চালু করছে সরকার। আসলে UPI লেনদেনের পর অধিকাংশ সময়ই দেখা যায় গ্রাহক সেটা পরীক্ষা করে দেখেন। তার জন্য সময় লাগে ৩০ সেকেন্ড। তবে এবার সেই সময়সীমা কমিয়ে ১০ সেকেন্ড করা হচ্ছে। শুধু তা-ই নয়, কমছে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের সময়ও। ১৫ সেকেন্ডের থেকে কমিয়ে সেটা ১০ সেকেন্ডে নামিয়ে আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। তাই এখন অনলাইনে লেনদেন আগের তুলনায় আরও অনেক সহজ হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group