প্রতিদিন 150 টাকা বিনিয়োগে মিলবে 19 লাখ টাকা! দারুণ পলিসি LIC-র

Published on:

LIC Policy

প্রীতি পোদ্দার, কলকাতা: নিশ্চিত লাভের পাশাপাশি সুরক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই কোনো বিশ্বস্ত সংস্থায় বিনিয়োগের চিন্তা ভাবনা করে থাকেন। আর সেক্ষেত্রে প্রথমেই উঠে আসে LIC সংস্থার নাম। প্রাপ্তবয়স্ক থেকে নাবালক, মহিলা এমনকী শিশুদের জন্যও দারুণ পলিসি রয়েছে LIC-তে (LIC Policy)। যার মধ্যে অন্যতম হল LIC Children Money Back Plan।

সন্তানদের জন্য চমকপ্রদক প্ল্যান

বাজারে যদিও অসংখ্য বেসরকারি বিমা কোম্পানির সংখ্যা বেড়েছে কিন্তু নিশ্চিত লাভ সুরক্ষিত বিনিয়োগ হিসেবে যুগের পর যুগ এলআইসি-র উপর ভরসা রেখেছে। তাইতো বছরের পর বছর লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনে বিনিয়োগ করে আসছেন বহু মানুষ। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিশ্বস্ত কোনো পলিসিতে বিনিয়োগের চিন্তাভাবনা করেন। তাই এমন পরিস্থিতিতে, LIC একটি নির্ভরযোগ্য পলিসির সন্ধান নিয়ে এসেছে যা সন্তানদের নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় খরচ পরিকল্পনা করতে সাহায্য করে। আর সেটি হল LIC Children Money Back Plan।

পলিসিতে তিনটি মানিব্যাকের সুযোগ

এই স্কিমের অধীনে, 25 বছরের জন্য এই পলিসি কিনতে পারেন। সংস্থা সূত্রে জানা গিয়েছে সন্তানের 18 বছর পর প্রথমবার ‘মানি ব্যাক’ পলিসির কারণে নির্ধারিত টাকা পাবে গ্রাহক। একইভাবে সন্তানের 20 বছর বয়স হলে দ্বিতীয়বার টাকা আসবে গ্রাহকের কাছে। পরে সন্তানের 22 বছর বয়সে তৃতীয়বার ‘মানি ব্যাক’-এর সুবিধা পাবেন। তিনটি মানিব্যাকের মধ্যে পলিসির 20 শতাংশ করে অর্থ দেবে কোম্পানি। এবং পরবর্তীকালে মেয়াদপূর্তির সময় শিশুর 25 বছর বয়সে পলিসির মোট পরিমাণের 40 শতাংশ অর্থ পাবে গ্রাহক।

আরও পড়ুন: বর্ষার কাউন্টডাউন শুরু, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া —

মেয়াদপূর্তিতে মিলবে 19 লক্ষ

এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগকারীর অর্থের পরিমাণ 1 লক্ষ টাকা। তবে এর সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ, গ্রাহক আর্থিক ক্ষমতা অনুযায়ী যত খুশি বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক প্রতিদিন মাত্র 150 টাকা বিনিয়োগ করে তাহলে প্রতি মাসে প্রায় 4500 টাকা জমা করতে হবে। এবং বিনিয়োগ অনুযায়ী মোট বার্ষিক আয় 55,000 টাকা হবে। এবং 25 বছর পর নিয়মিত বিনিয়োগ করলেই মোট জমার পরিমাণ দাঁড়াবে 14 লাখ টাকা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এবং মেয়াদপূর্তির সময় মোট 19 লাখ টাকা পাবেন গ্রাহক। যা সন্তানের ভবিষ্যতের জন্য অনেক। তবে যদি এই পলিসির মেয়াদপূর্তির আগে গ্রাহকের মৃত্যু হয়, তাহলে মনোনীত ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। যা মোট প্রদত্ত প্রিমিয়ামের কমপক্ষে 105% অর্থাৎ বিনিয়োগকারী অর্থ এবং সঞ্চিত বোনাসের চেয়েও বেশি হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥