১ লক্ষ ৩০০০ টাকা বোনাস! দুর্গা পুজোর আগে ঘোষণা কোল ইন্ডিয়ার

Published on:

coal india bonus

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আবহে মুখে হাসি ফুটল কয়েক লক্ষ কয়লা শ্রমিকের। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কোল ইন্ডিয়ার (Coal India) ২২০,০০০ কয়লা শ্রমিককে কয়েক লক্ষ টাকার বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে দফায় দফায় বৈঠক হয় কর্তৃপক্ষের। অবশেষে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্মীদের ১.৩ লক্ষ টাকার পুজোর বোনাস দেওয়া হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

লটারি লাগল কয়লা শ্রমিকদের

কোল ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আজ শুক্রবারই সমস্ত কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হবে বলে খবর। এই বোনাস গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালে শ্রমিকরা ৯৩,৭৫০ টাকা বোনাস পেয়েছিলেন। এই বৃদ্ধি স্বাভাবিকভাবেই কয়লা শ্রমিকদের মধ্যে আনন্দের বাতাবরণ তৈরি করেছে। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিটে কলকাতার একটি হোটেলে স্ট্যান্ডার্ডাইজেশন কমিটির সভা শুরু হয়। প্রাথমিকভাবে, ব্যবস্থাপনা ৯৮,৫০০ টাকা দিতে সম্মত হয়, যদিও পাঁচটি শ্রমিক ইউনিয়নের দাবি ছিল ১.২৫ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ SBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত লক্ষাধিক তথ্য ফাঁস

ইউনিয়নগুলির যুক্তি ছিল যে গত বছরের তুলনায় কোল ইন্ডিয়ার মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তাই বোনাসও বেশি হওয়া উচিত। এমনকি এই দাবিতে জাতীয় খনি শ্রমিক ফেডারেশন সভা থেকে ওয়াকআউটও করে। তবে, রাত ১১:৫০ টার দিকে বৈঠকটি পুনরায় শুরু হয় এবং অবশেষে উভয় পক্ষের মধ্যে ১.০৩ লক্ষ টাকায় একটি চুক্তি হয়। উপর মহলের যুক্তি ছিল যে কোম্পানিগুলির আর্থিক অবস্থা এখনও পুরোপুরি শক্তিশালী নয় এবং উচ্চ বোনাস প্রদান ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে।

কারা এই সুবিধা পাবেন?

এই বোনাস কোল ইন্ডিয়ার বিভিন্ন সহায়ক সংস্থা, যার মধ্যে রয়েছে BCCL, CCL, ECL, CMPD, MCL, NCL এবং SECL, এর লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। ঝাড়খণ্ডের কয়লা শ্রমিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, তাদের মোট বেতন প্রায় ৮০০ কোটি। শুধুমাত্র BCCL-ই প্রায় ৩২০ কোটি এবং CCL-ই ৩১০ কোটি টাকা পাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥