আর্থিক লেনদেনে এবার গ্রাহকদের পোহাতে হবে বিপুল চার্জ! 1 জুলাই থেকে বদলে যাবে ক্রেডিট কার্ডের নিয়ম

Published on:

Credit Card Fees

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় সবে পড়েছে নতুন মাস জুন। আর নতুন মাস পড়তেই বেশ কিছু জরুরি আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়মের রদবদল ঘটেছে। যেমন বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ঠিক তেমনই আবার ডিজিটাল লেনদেনেও একাধিক বদল এসেছে। আর এই আবহে এবার ১ জুলাই থেকেই বদলে যেতে চলেছে ক্রেডিট কার্ডের চার্জ (Credit Card Fees)। বেড়ে যাবে প্রতি পেমেন্টে বাড়তি চার্জের খরচ। মাথায় হাত গ্রাহকদের।

ক্রেডিট কার্ডেও এবার কড়া চার্জ!

ইতিমধ্যেই জুন মাস পড়তেই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল গ্রাহকদের সুবিধার্থে। তবে এবার নিয়মের কথা মাথায় রেখেই গ্রাহকদের খানিক অস্বস্তির মধ্যে পড়তে হল। জানা গিয়েছে HDFC এবং ICICI ব্যাঙ্ক ১ জুলাই থেকে ক্রেডিট কার্ড এবং ব্যাঙ্কিং পরিষেবার উপর চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ব্যাঙ্কই তাদের গ্রাহকদের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনগুলি সম্পর্কে ইতিমধ্যেই গ্রাহকদের জানিয়ে দিয়েছে। তবে দুই ব্যাঙ্কের ক্ষেত্রে চার্জ অ্যাপ্লাই করা হবে দুটি ক্ষেত্রে।

কোন ক্ষেত্রে চার্জ বেশি নেবে HDFC ব্যাঙ্ক?

সম্প্রতি ক্রেডিট কার্ডের চার্জ পরিবর্তন নিয়ে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিশেষ করে অনলাইন গেমিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউটিলিটি পেমেন্ট সম্পর্কিত লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন চার্জ (Credit Card Fees) অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ কোনো গ্রাহক যদি ড্রিম১১, রামি কালচার, জঙ্গলি গেমস বা এমপিএল-এর মতো অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিতে মাসে ১০,০০০ টাকার বেশি ব্যয় করেন, তাহলে তাঁকে এই বিভাগের মোট মাসিক ব্যয়ের উপর ১ শতাংশ চার্জ করা হবে। কোনও পুরষ্কার পয়েন্ট দেওয়া হবে না।

বিশেষ বিজ্ঞপ্তি ICICI ব্যাঙ্কের

শুধু তাই নয়, যদি কোনো গ্রাহক HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে Paytm, Mobikwik, Freecharge বা Ola Money-এর মতো কোনও থার্ড-পার্টি ওয়ালেটে মাসে ১০,০০০ টাকার বেশি জমা করেন, তাহলে তাকে ব্যবহৃত পুরো পরিমাণের উপর ১ শতাংশ চার্জ করা হবে। আর এই ফি প্রতি মাসে ৪,৯৯৯ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এদিকে ক্রেডিট কার্ড চার্জ বৃদ্ধির ক্ষেত্রে ICICI ব্যাঙ্ক কর্তৃপক্ষ আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে জানানো হয়েছে গ্রাহকের নগদ, চেক ডিপোজিট বা এবং পে অর্ডারের মতো লেনদেন-সহ বেশ কয়েকটি পরিষেবা চার্জ পরিবর্তন করেছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে ৪৫৬ টাকা কাটতেই বাড়ছে চিন্তা? ভয় নেই আপনারই মঙ্গল, মিলবে ৪ লক্ষ…

এছাড়াও আগামী ১ জুলাই থেকে HDFC ক্রেডিট কার্ড গ্রাহকদের এটিএম লেনদেনের ক্ষেত্রে এবং চেক ট্রান্সফারের মতো কাজেও নেওয়া হবে চার্জ। এই লেনদেনের জন্য প্রতি ১,০০০ টাকার জন্য ২ টাকা চার্জ করা হবে, যার সর্বনিম্ন চার্জ ৫০ টাকা এবং সর্বোচ্চ চার্জ ১৫,০০০ টাকা। আগে, ব্যাঙ্ক ১০,০০০ টাকা পর্যন্ত পরিমাণের জন্য ৫০ টাকা এবং তার বেশি পরিমাণের জন্য ৫ টাকা চার্জ করত। এমনকি এটিএমে আর্থিক লেনদেনের জন্য ২৩ টাকা এবং অ-আর্থিক লেনদেনের জন্য ৮.৫ টাকা চার্জ করতে চলেছে HDFC ব্যাঙ্ক।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥