সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার অজান্তেই কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহুদিন ধরে টাকা (Unclaimed Money) পড়ে রয়েছে? আপনার কি কোনও পুরনো বিমা পলিসি বা শেয়ার ডিভিডেন্ড জমা রয়েছে? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ, এবার সেই সমস্ত হারিয়ে যাওয়া টাকা ফিরে পেতে চলেছেন আপনি!
হ্যাঁ, ভারত সরকার এবার বিরাট উদ্যোগ গ্রহণ করেছে। জানা যাচ্ছে, এবার অব্যবহৃত ব্যাঙ্কের ডিপোজিট, পুরনো ডিভিডেন্ড, ইন্সুরেন্স পলিসি, পেনশন ফান্ডের সমস্ত টাকা তার যোগ্য দাবিদারকে ফিরিয়ে দেওয়া হবে। এমনকি এই বিশেষ অভিযান চালানো হবে দেশের 500টির বেশি জেলায়। কিন্তু কীভাবে ফেরত পাবেন, আর কীভাবেই বা দাবি করবেন? চলুন জানিয়ে দিচ্ছে আজকের প্রতিবেদনে।
কোথা থেকে নেওয়া হল এই সিদ্ধান্ত?
বলে রাখি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাইয়ে অনুষ্ঠিত 29 তম ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, বিমা নিয়ন্ত্রক সংস্থা এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কোন টাকা ফেরত পাবেন গ্রাহকরা?
জানা যাচ্ছে, বহুদিন ধরে চালু না থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমে থাকা টাকা যোগ্য গ্রাহকদের ফেরত দেওয়া হবে। পাশাপাশি ডিভিডেন্ট, অর্থাৎ শেয়ারের লাভের টাকা, যেগুলি এখনো তোলা হয়নি, সেগুলোও ফেরত পাওয়া যাবে। এমনকি ল্যাপ্সড বিমা পলিসির টাকা ফেরত পাওয়া যাবে। শুধু তাই নয়, অব্যবহৃত পেনশন ফান্ড বা অবসরকালীন সঞ্চয়ের টাকাও ফেরত পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
জেলায় জেলায় বসবে ক্যাম্প
সরকারি সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা মিলে এবার জেলার সদর দপ্তরের ক্যাম্পের আয়োজন করবে। আর এই ক্যাম্পের মাধ্যমেই সাধারণ মানুষরা জানতে পারবে যে, কোথায় তাদের অচল বা অবহেলিত টাকা রয়েছে। এমনকি কীভাবে তা ফেরত পাওয়া যাবে এবং কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে তাও জানা যাবে।
আরও পড়ুনঃ বিরাট লাফ সোনার দামে, আশা যোগাচ্ছে রুপো, আজকের রেট
হ্যাঁ, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অজান্তে ফেলে আসা অর্থ ফেরত পাবে। শুধু তাই নয়, এই বৈঠকে আরও এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সারা দেশে চালু হচ্ছে ইউনিফাইড কেওয়াইসি ফ্রেমওয়ার্ক। জানা যাচ্ছে, এখন থেকে সমস্ত আর্থিক পরিষেবার জন্য শুধুমাত্র একটিই কেওয়াইসি নিয়ম চালু থাকবে।
তবে প্রতিটি নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন হলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছুটা অতিরিক্ত তথ্য চাইতে পারে। এমনকি এই ব্যবস্থা 2026 সালের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে বলে খবর। এর ফলে ব্যাঙ্কিং থেকে শুরু করে বিমা, মিউচুয়াল ফান্ড, পেনশন সহ সমস্ত আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।