শ্বেতা মিত্রঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সকলে মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার। আর মাত্র কয়েকটা দিন তারপরেই চলে আসবে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল। এদিকে বিগত বেশ কিছু সময় ধরে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী নিজেদের DA বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে সরকারের কাছে বারবার তারা দাবি জানিয়েও এসেছেন, কিন্তু বারবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে বলে তাদের অভিযোগ। তবে আর চিন্তা নেই, কারণ ২০২৪ সাল শেষ হওয়ার আগেই বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর। অর্থাৎ এবার সকলেই দিয়ে পাবেন যেটি কিনা ১ জুলাই, ২০২৪ সাল থেকে কার্যকর হবে। আরো বিশদে জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির ওপর।
অবশেষে DA বৃদ্ধির অনুমোদন দিল সরকার
না তবে বাংলায় নয়, আসলে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজস্থানের বিজেপি সরকার। রাজস্থানে ভজনলাল সরকার পঞ্চম ও ষষ্ঠ বেতন স্কেলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। অর্থমন্ত্রী দিয়া কুমারী এই বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছিলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়া কুমারী বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মচারীদের জীবনে আনন্দের নতুন ভোর। ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে। অর্থাৎ, ১ জুলাই থেকে এখন পর্যন্ত বকেয়া কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হবে।
বড় ঘোষণা সরকারের
পঞ্চম ও ষষ্ঠ বেতনক্রমে রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার। এটি যথাক্রমে ১২ শতাংশ এবং ৭ শতাংশ বাড়ানো হয়েছে। মহার্ঘ ভাতার প্রস্তাবটি উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়া কুমারী অনুমোদন করেছেন। দিয়া কুমারী বলেন, এই সিদ্ধান্তের ফলে মহার্ঘ ভাতা পঞ্চম বেতন স্কেলে ৪৪৩ শতাংশ থেকে ৪৫.৫ শতাংশ এবং ষষ্ঠ বেতন স্কেলে ২৩.৯ শতাংশ থেকে বেড়ে ২৪৬ শতাংশ হয়েছে। যাইহোক সরকারের এখানেও সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন না রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।