আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার, মার্চে এতটা বাড়বে বেতন

Published on:

indian rupee DA Dearness Allowance

শ্বেতা মিত্র, কলকাতা: আগামী সপ্তাহেই DA বৃদ্ধি করার ব্যাপারে বড় কোনো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের আওতায়। যদিও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

আগামী সপ্তাহেই DA নিয়ে ঘোষণা!

মনে করা হচ্ছে হোলির আগে উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। উপহার মানে ডিএ এবং ডিআর বৃদ্ধি। গত বছর হোলির আগে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। তাই এবারেও এই সময়কালে ঘোষণা করা হলেও হতে পারে বলে আশা করা হচ্ছে।

সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ কত শতাংশ বাড়তে পারে? এখনই নিশ্চিতভাবে কিছু বলা হলেও, ৩% বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডিএ বৃদ্ধির হার যদি ৩% বাড়ে, তাহলে মোট ডিএ হবে ৫৬%। বর্তমানে ডিএ ৫৩ শতাংশে রয়েছে। সরকারের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। ডিএ কতো শতাংশ বাড়বে, সেটা নির্ভর করছে AICPI-IW সূচকের ওপর।

ফের লটারি লাগবে সরকারি কর্মীদের

এদিকে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সামনের বছরের শুরুর দিকেই হয়তো কেন্দ্র সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। তারপর অষ্টম বেতন কমিশনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ। তার আগে সপ্তম পে কমিশন, আগামী সপ্তাহে রয়েছে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় পাকিস্তান! প্রথম কে, কত নম্বরে ভারত? রইল তালিকা

কর্মচারী সংগঠনগুলির মতে, এবার মহার্ঘ্য ভাতা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এর ফলে কর্মীদের বেতন প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদি একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ৫০ শতাংশ ডিএ-র অধীনে ৯,০০০ টাকা পাচ্ছেন। যদি ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৫৪০ টাকা, অর্থাৎ তিনি ৫৪০ টাকা বেশি পাবেন। একই সময়ে, ৪% ডিএ বৃদ্ধির পর, নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৭২০ টাকা, যা ৭২০ টাকা বেশি দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥