সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফোটাল রাজ্যের মুখ্যমন্ত্রী। বহু প্রতিক্ষার পর এবার বাড়ানো হলো মহার্ঘ ভাতা (DA Hike)। সূত্রের খবর, গত শুক্রবার মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের প্রস্তাবে সিলমোহর দিয়েছিলেন। আর ডেপুটি মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই জারি হয়েছে সরকারের নির্দেশিকা। আর এই ঘোষণা অনুযায়ী, 2025 সালের 1 জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে।
কতটা বাড়লো DA?
প্রসঙ্গত জেনে রাখা ভালো, এই ডিএ বৃদ্ধির ঘোষণা এসেছে রাজস্থান সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা যেমনটা জানিয়েছেন, পঞ্চম বেতন কাঠামোতে থাকা সরকারি কর্মীদের 455% ডিএ বাড়িয়ে 466% করা হয়েছে। পাশাপাশি ষষ্ঠ বেতন কাঠামোতে থাকা কর্মীদের 246% ডিএ বাড়িয়ে 252% করা হয়েছে।
রাজ্যের এই সিদ্ধান্তের জেরে হাজার হাজার সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা বিরাট উপকৃত হবেন। কারণ দীর্ঘদিন ধরেই তারা এই ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। আর অবশেষে তা বাস্তবায়ন করল রাজ্য সরকার।
রাজনৈতিক প্রেক্ষাপট
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, রাজ্যের এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের শুধুমাত্র যে আর্থিক স্বস্তি তা নয়, বরং রাজনৈতিক খাতেও বিরাট ভূমিকা রাখবে। কারণ সরকার এবং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন এতে আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি ভোট ব্যাঙ্ককেও মজবুত করবে।
প্রসঙ্গত, এই রাজ্যের সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই আর্থিক সুরক্ষা এবং স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় বসে ছিলেন। আর এই বিরাট ঘোষণার মাধ্যমে রাজ্য সরকার তাদের যে কতটা স্বস্তি দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, এই রাজ্যে সপ্তম বেতন কমিশন কবে গঠিত হয়।
আরও পড়ুনঃ ছুটিতেও মিলবে টাকা, প্রকল্পের অনুমোদন এবার মোবাইল অ্যাপে, বড় সিদ্ধান্ত নবান্নর
বাংলার কী অবস্থা?
প্রসঙ্গত জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। যদিও সম্প্রতি 2025-26 অর্থবর্ষের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি করেছিল। তবে এখন বাংলার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছে। এখন দেখার রাজ্য সরকার তাদের দাবিকে কতটা গুরুত্ব দেয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |