জানুয়ারিতে ৩% বাড়তে পারে DA, কার কত টাকা বেতন বৃদ্ধি হবে? রইল সোজা হিসেব

Published on:

dearness allowance government employee

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর পড়ে গিয়েছে। আর এই নতুন বছরকে ঘিরে সবথেকে বেশি যারা আশায় বুক বেঁধেছেন তাঁরা হলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ২০২৪ সালের পর এবার ২০২৫ সালে DA বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে আশাবাদী সকলে। কবে কেন্দ্রের তরফে এই সংক্রান্ত পরবর্তী ঘোষণা করা হবে সেদিকে নজর রয়েছে সকলের। সপ্তম বেতন কমিশনের অধীনে, এআইসিপিআই (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) এর ভিত্তিতে ডিএ গণনা করা হয়। এ বার ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত AICPI সূচকের তথ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে ডিএ যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই বেতনেও বেশ খানিকটা তফাত দেখা যাবে। আপনিও কি জানতে ইচ্ছুক যে ডিএ বাড়লে কার কতটা বেতন বাড়বে? তাহলে চোখ রাখুন আজকের লেখাটির ওপর।

ডিএ বৃদ্ধির অপেক্ষায় সকলে

WhatsApp Community Join Now

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে, এটি নিশ্চিত যে ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ ৩-৪% বাড়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এর পরেও চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে। যদি ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বরেও এই সংখ্যা ১৪৫ এর আশেপাশে থাকে, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশে।

কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধির মূল ভিত্তি হল এআইসিপিআই (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স)। ২০২৪ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, সূচকটি ১৪৪.৫ পয়েন্টে পৌঁছেছে। বিগত মাসগুলির তথ্য যোগ করলে এটা স্পষ্ট যে সরকার নতুন বছরে ডিএ ৫৩% থেকে বাড়িয়ে ৫৬% করতে পারে। মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রতি মাসে অনেকটাই বাড়বে। ডিএ ৩ শতাংশ বাড়ানো হলে কর্মীদের বেতনে বড় পরিবর্তন আসবে।

কার কত টাকা অবধি মাইনে বাড়বে?

সূত্রের খবর, যদি কেন্দ্রীয় সরকার সালের জানুয়ারির জন্য ডিএ ৩% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তবে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন বাড়বে। বর্তমানে যারা বেসিক ১৮ হাজার টাকা বেতন পাচ্ছেন, তাঁদের ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। একইভাবে, পেনশনভোগীরা সর্বনিম্ন ২৭০ টাকা বেশি পাবেন। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সবচেয়ে কম পেনশন হল ৯ হাজার টাকা। বর্তমান কর্মচারীদের সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা। কেন্দ্র যদি মহার্ঘ ভাতা ৩% বাড়ায়, তাহলে কর্মচারীরা ৭,৫০০ টাকা বেতন বৃদ্ধির আশা করতে পারেন। আর পেনশনভোগীরা ৩,৭৫০ টাকা বৃদ্ধি দেখতে পাবেন।

সঙ্গে থাকুন ➥
X