পরিবহন কর্মীদের পোয়া বারো, একধাক্কায় অনেকটাই বাড়ল DA! ঘোষণা সরকারের

Published on:

dearness allowance indian rupee

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাস শুরু হতে না হতেই পোয়া বারো হল রাজ্য সরকারি কর্মীদের। ৪ বা ৫ নয়, এবার এক ধাক্কায় ২০ শতাংশ অবধি ডিএ (Dearness allowance) বাড়ল সরকারি কর্মীদের। দীর্ঘদিন ধরে বেতন ও মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে সুর চড়িয়ে আসছিলেন পরিবহন দফতরের কর্মীরা। দফায় দফায় সরকারের কাছে একাধিকবার চিঠিও দিয়েছিলেন কর্মীরা। তবে অবশেষে সকলের দাবি পূরণ হল। এক কথায় ২০২৫ সাল আসার আগে সকলের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA বাড়ল ২০ শতাংশ

না তবে বাংলা নয়, আসলে আসলে জম্মু ও কাশ্মীর সড়ক পরিবহন কর্পোরেশন বা জেকেআরটিসি পরিবহন মন্ত্রী সতীশ শর্মার অনুমোদনের পরে, নিয়মিত বেতন ব্যান্ড / স্কেলে কর্মরত তার কর্মীদের পক্ষে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির করা হয়েছে। সকলের কাজের প্রশংসা করেন মন্ত্রী। তিনি জানান, কর্মচারীদের যে জেকেআরটিসি পরিচালনা এবং কর্মচারীরা যাত্রীদের জন্য আরও ভাল, নিরাপদ, আরামদায়ক এবং টেকসই ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে ২৪ ঘন্টা কাজ করে।

খুশির হাওয়া কর্মীদের মধ্যে

২০২৪ সালে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে একধিক রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। পরিবহণ নিগমের কর্মচারী-সহ অন্যান্য বিভাগের কর্মীদেরও মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করছে বিভিন্ন রাজ্য সরকার। একাধিক রাজ্য সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। কোনও রাজ্য আবার চার শতাংশ DA বাড়িয়েছে। কোনও রাজ্য আবার পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। তবে সেই একই পথে হাটল জম্মু ও কাশ্মীর সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সতীশ শর্মা জোর দিয়ে বলেছিলেন যে ওমর আবদুল্লার নেতৃত্বাধীন সরকার জেকেআরটিসি কর্মীদের কল্যাণ ও সুবিধার জন্য সম্ভাব্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জেকেআরটিসি কর্মচারীরা তাদের পক্ষে ডিএ দ্রুত প্রকাশে সক্রিয় ভূমিকার জন্য পরিবহনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group