আরও ২% DA বৃদ্ধি, রাজ্যের ঘোষণায় খুশিতে ফুটছেন উত্তরাখণ্ডের সরকারি কর্মীরা

Published on:

Updated on:

Dearness Allowance

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের (Government Employee) জন্য বিরাট সুখবর। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী আবারো সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 2 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। আর এবার সপ্তম বেতন কমিশনের সরকারি কর্মচারীরা 53 শতাংশের জায়গায় 55 শতাংশ হারে DA পাচ্ছেন। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে এই রাজ্যের কর্মচারীদের জন্য। জানা যাচ্ছে, এই ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি, 2025 থেকে।

কারা পাবেন এই সুবিধা?

উত্তরাখণ্ড সরকারের অধীনস্থ কর্মচারীরা, সিভিল এবং পারিবারিক পেনশনভোগীরা, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা এবং সরকারি সহায়তা পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা রাজ্য সরকারের এই অতিরিক্ত ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। শুধু তাই নয়, সরকারি বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকারাও এই অতিরিক্ত ডিএ বৃদ্ধির সুবিধা পাবে বলেই জানা যাচ্ছে। 

আর এও ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে। বর্তমানে সময়ে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সরকারি কর্মীরা অনেকটাই স্বস্তি পাবে। হ্যাঁ, বাজারের এই ওঠানামা সামলাতে মহার্ঘ ভাতা বাড়ানোর পদক্ষেপ সবথেকে উল্লেখযোগ্য বিষয়। গত কয়েকদিন ধরে রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে যে জল্পনা চলে আসছিল, সেই জল্পনার ইতি টেনেছে এবার উত্তরাখণ্ড সরকার।

অবকাঠামো উন্নয়নেও বিরাট উদ্যোগ

শুধু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নয়। বরং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী রাজ্যের অবকাঠামগত উন্নয়নেও বিরাট জোর দিয়েছেন। হ্যাঁ, জানা যাচ্ছে চম্পাবত জেলার নতুন তহশীল ভবন নির্মাণের জন্য এবার 1386 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আলমোড়া জেলার লমগড়া তহশীল ভবনের জন্য অতিরিক্ত 3.88 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ কথা দিয়েও রাখেনি রাজ্য সরকার, এপ্রিলে বর্ধিত DA না পেয়ে পদক্ষেপ পেনশন প্রাপকদের

এছাড়া উধম সিং নগরের গ্রিনফিল্ড এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, পিথোরাগড় জেলার কানালিছিনা তহশীল চত্বরের পার্কিং এবং রাস্তা নির্মাণের জন্য 2.63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তগুলি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মানকেও উন্নত করবে। একদিকে যেমন কর্মচারীরা আর্থিক স্বস্তি পাবে, ঠিক অন্যদিকে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে উত্তরাখণ্ড একধাপ এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥