শ্বেতা মিত্রঃ ২০২৪ সাল শেষ হতে এখনো ঢের বাকি। কিন্তু তার আগেই লটারি লাগলো বেশ কিছু সরকারি কর্মীর। এক ধাক্কায় ফের বেশ খানিকটা দিয়ে বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়ে গেল সকলের, হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে দীপাবলীর সময় কোটি কোটি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমান সকলে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। এদিকে কেন্দ্রের পাশাপাশি বেশকিছু রাজ্য সরকার ও নিজেদের সরকারি কর্মীদের DA সহ অন্যান্য ভাতা ও বৃদ্ধি করেছে। তবে এবার আরো একটি জায়গার কর্মীদের কপাল খুলে গেল রীতিমতো। এবার সকলের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ালো ৫৩ শতাংশে। সকলে সপ্তম বেতন পে কমিশনের আওতায় বাড়তি মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। এখন আপনিও কি জানতে আগ্রহী যে কোন জায়গায় সরকারি কর্মীদের এই টাকা বেড়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ফের ভাতা বাড়ল সরকারি কর্মীদের
আসলে বহু সময় ধরে লাদাখের সরকারি কর্মীদের ডিএ সহ বোনাস, ভাতা বাকি ছিল। তবে আর চিন্তা নেই কারণ এবার সকলের এক ধাক্কায় বেশ খানিকটা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। লাদাখ সরকার ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হওয়া কর্মীদের মহার্ঘ ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৫৩% করেছে। এহেন সিদ্ধান্তের কারণে স্বাভাবিকভাবেই কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারি কর্মীরা লাভবান হবেন।
মিলবে কয়েক মাসের বকেয়া
২০২৪ সালের ১ জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। জুলাই থেকে শুরু করে অক্টোবর মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন সকলে। অর্থাৎ চার মাসের বাড়তি টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে কর্মীদের মধ্যে।
গঠন হবে অষ্টম বেতন পে কমিশন?
সংবাদমাধ্যমে প্রকাশিত সম্প্রতিতম রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র ও কর্মী প্রতিনিধিদের মধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। কর্মী পক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি সরকারের সামনে রেখেছেন। কবে কমিটি গঠন করা হবে বা বেতন কত বাড়তে পারে সে ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করার দাবি জানিয়েছেন ন্যাশানাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্ভেটিভ মেশিনারির (স্টাফ সাইড)-এর সচিব শিব গোপাল মিশ্র। তাঁর করা দাবি সত্যি হলে সরকারি কর্মীদের নুন্যতম বেতন ৫১ হাজার ৪৫১ টাকা হতে পারে।