বছর শেষের আগে শুধুমাত্র এসব কর্মীদের বাড়ল ২.২০% DA

Published on:

dearness allowance da

শ্বেতা মিত্রঃ ফের একবার লটারি লাগল রাজ্যে কর্মরত কর্মীদের। এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তির জেরে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের এই DA বেড়েছে? তাহলে জানিয়ে রাখি, ২০২৪ সাল শেষ হওয়ার আগে আচমকাই কয়লা শ্রমিকদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিএ বেড়েছে এক ধাক্কায় ২.২০ %। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২. ২০% বাড়ল DA

আসলে ঝাড়খণ্ড-এর ধানবাদে কর্মরত কয়লা শ্রমিকদের এই ভাতা বেড়েছে। আগের ত্রৈমাসিকের তুলনায় কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা ২.২০ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়লা শ্রমিকদের ২০.১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করেছেন কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (জনশক্তি ও শিল্প সম্পর্ক) গৌতম বন্দ্যোপাধ্যায়।

এআইটিইউসি-র লখন লাল মাহাতো জানিয়েছেন, ২.২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। আগের ত্রৈমাসিকের তুলনায় সর্বনিম্ন ২৫৫ টাকা এবং সর্বোচ্চ ৩,০০০ টাকা বাড়বে। তবে তিনি আরও বলেন, এর চেয়ে মহার্ঘ ভাতা বেশি বাড়ানো উচিত। মূল্যস্ফীতির হার গণনার ফর্মুলা নিয়ে প্রশ্ন তুলে তিনি সংশোধনের দাবি জানান।

৬ মাস আগেও বেড়েছিল DA

এর ৬ মাস আগেও শ্রমিকদের DA বাড়িয়েছিল কোল ইন্ডিয়া। কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা ০.২ শতাংশ বাড়ানো হয়। জুন মাসে এই ভাতা বেড়ে দাঁড়ায় ১৬.৯ শতাংশে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত কয়লা শ্রমিকদের মহার্ঘ ভাতা কার্যকর হয়। কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এইচআর) গৌতম বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বিসিসিএল সহ কোল ইন্ডিয়ার সমস্ত সহায়ক সংস্থার ম্যানেজমেন্টকে জানান।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥