DA বৃদ্ধির দাবির মধ্যেই মহার্ঘ ভাতা বাড়ল পুর কর্মীদের, ঘোষণা সরকারের

Published on:

dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৫ সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই দিনগুনতিও শুরু হয়ে গিয়েছে। তবে এসবের মাঝেই কপাল খুলে গেল রাজ্যের সরকারি কর্মীদের। এক ধাক্কায় বেশ খানিকটা মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ল সরকারি কর্মীদের। আসলে এই ভাতা বেড়েছে পুর কর্মীদের। ১ জানুয়ারি থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

DA বাড়ল পুর কর্মীদের

তবে আপনি যদি ভেবে থাকেন বাংলার সরকারি কর্মীদের এই ডিএ বেড়েছে থাওলে ভুল ভাবছেন। এই ভাতা বেড়েছে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের। মেয়র ডাঃ শোভা সিকারওয়ারের সভাপতিত্বে বাল ভবনে মেয়র-ইন-কাউন্সিল (এমআইসি) এর সভা অনুষ্ঠিত হয়।আর এই বৈঠকে এমআইসি সদস্যরা জানান, রাজ্য সরকারের কর্মচারীদের মতো কর্পোরেশনের কর্মচারীরাও ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন স্কেলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবেন।

অনুমোদন পেয়েছে আরও অনেকে কিছু

এছাড়াও, মন্ত্রিসভা ষষ্ঠ বেতন স্কেলে বেতন প্রাপ্ত সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং মধ্যপ্রদেশ রাজ্যের পেনশনভোগীদের পেনশনের উপর মহার্ঘ ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে। ১৬ নভেম্বর থেকে একদিন ছাড়া জল সরবরাহ শুরুর বিষয়ে এমআইসির অনুমোদন না নিলেও আপত্তি জানান তিনি। এ বিষয়ে কমিশনার বলেন, জলসম্পদ বিভাগ ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে এবং কালেক্টর জেলা জল ইউটিলিটি কমিটির চেয়ারপার্সন এবং মেয়রের সঙ্গে ফোনে জল নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ইন-কাউন্সিল সদস্য অবধেশ কৌরব, অতিরিক্ত কমিশনার বিজয় রাজ, মুনীশ সিং সিকারওয়ার, অর্থ রজনী শুক্লা এবং অন্যান্য আধিকারিকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সরকারি কর্মীদের বিশেষ কাজ করার নির্দেশ

মধ্যপ্রদেশের সমস্ত সরকারি বিভাগের কর্মীদের তাঁদের নিজেদের জন্ম তারিখ, আধার নম্বর, বিভাগে নিয়োগের তারিখ, কর্মচারী এবং কর্মকর্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট রাখতে বলা হয়েছে। এই আপডেটেড তথ্য ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কমিশনার এবং পেনশন অধিদফতরে পাঠাতে হবে। বেতন ভাতা, মহার্ঘ ভাতা, বেতন বৃদ্ধি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে রাজ্য জুড়ে কর্মচারীরা যে সমস্যায় পড়ছেন, তা এতে মিটে যাবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group