বছর শেষে লক্ষীলাভ, DA বৃদ্ধির জেরে ৩০০০ টাকা পর্যন্ত মাইনে বাড়ল ২.৫ লক্ষ কর্মীর

Published on:

Da Hike

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে শেষের দিকে ২০২৪, তবে বছর বড় আন্দোলন করলেও রাজ্য সরকারের কর্মীদের DA বাড়ল না। কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ালেও রাজ্যের কর্মীদের জন্য DA নিয়ে কোনো আপডেটই মেলেনি। তবে এরই মাঝে মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট। বাড়ল ২.২% DA, যার ফলে একধাক্কায় ৩০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের। কাদের জন্য প্রযোজ্য নতুন DA? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

২.২% বাড়ল DA

যেমনটা জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের কোল ইন্ডিয়ার কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জেনারেল ম্যানেজার গৌতম ব্যানার্জী একটি নোটিশ জারি করেছেন, যেখানে কর্মীদের ২০.১% হারে DA দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর সুখবর হল ডিসেম্বর মাস থেকেই সেটা কার্যকর হবে। অর্থাৎ সামনের মাসের মাইনের সাথেই হয়তো বকেয়া পাওয়া যাবে একইসাথে বর্ধিত মাইনেও মিলবে ১ লা জানুয়ারি থেকেই।

কত বাড়ল বেতন?

মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেই বেতন বেড়ে যাবে সেটা স্বাভাবিক। তবে কতটা বাড়বে বেতন? জানা যাচ্ছে নতুন হারে ভেরিয়েবল DA কার্যকর হওয়ার পর নূন্যতম ২৫৫ টাকা ও সর্বোচ্চ ৩০০০ টাকা বেতন বৃদ্ধি হবে। এর ফলে প্রায় আড়াই লক্ষ কর্মীরা উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় হাসি ফুটেছে কর্মীদের মুখে।

ডিসেম্বর থেকেই মিলবে বর্ধিত হারে বেতন

কোম্পানির জেনারেল ম্যানেজারের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেটা অনুযায়ী ডিসেম্বর থেকেই বর্ধিত হারে ডিএ। নতুন এই DA আগামী বছরের ফ্রেবুয়ারী মাস পর্যন্ত কার্যকর থাকবে। এরপর মার্চ মাসে AICPI এর তরফ থেকে নতুন  মূল্যবৃদ্ধির হার জারি করা হলে ফের DA এর হার পরিবর্তন করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥