ন্যূনতম বেতন সহ DA বৃদ্ধি! দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের খুশির খবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী

Published on:

government employee dearness allowance

শ্বেতা মিত্রঃ সামনে রয়েছে দুর্গাপুজো থেকে শুরু করে দিওয়ালি ধনতেরাসের মতো একের পর এক উৎসব। এদিকে এই উৎসবের আবহে রীতিমতো কপাল খুলে গেল বহু কর্মীর। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার মুখ্যমন্ত্রী তরফে এমন এক ঘোষণা করা হলো যার পরে খুশিতে লাফাতে শুরু করেছেন বিভিন্ন স্তরের কর্মীরা। উৎসবের আবহে বেতন থেকে শুরু করে ডিএ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

না তবে বাংলায় নয়, এই মহার্ঘ্য ভাতা থেকে শুরু করে বেতন বৃদ্ধি হয়েছে দিল্লির বেশ কিছু কর্মীর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মুখ বদল হয়েছে দিল্লিতে। সাময়িকভাবে হলেও বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছেন অতিশি। আর মুখ্যমন্ত্রীর পদে বসার পরে এক বড় ঘোষণা করে সকলকে চমকে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী অতিশী বুধবার অসংগঠিত ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৮,০৬৬ টাকা, আধা-দক্ষ শ্রমিকদের জন্য ১৯,৯২৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ২১,৯১৭ টাকা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার শহুরে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর করেছে, যা দেশের মধ্যে ‘সর্বোচ্চ’।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বছরে দুবার DA?

বছরে দু’বার DA প্রয়োগ করলে সরকারি কর্মকর্তাদের যেমন বেতন বাড়ে, তেমনি বছরে দু’বার ন্যূনতম বেতন বাড়ানোর বিধানও রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩.২ শতাংশ হারে ডিএ বাড়বে দিল্লির সরকারি কর্মীদের। উল্লেখ্য, এর আগে শেষবার ২০১৯ সালে ন্যূনতম বেতন সংশোধন করা হয়েছিল দিল্লিতে। এরপর থেকেই প্রতি ৬ মাস অন্তর ডিএ বৃদ্ধি করত সরকার। যদিও এ বছর লোকসভা ভোট তারপর অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়া, একের পর এক ঘটনা সামনে আসা যাওয়ায় সমস্ত কাজ বাকি রয়ে যায়। কোনো সরকারি কাগজে সই অবধি হয়নি। তবে এবার সেই জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group