সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক বারবার রেপো রেট কমিয়ে দেওয়ার ফলে ব্যাঙ্কগুলি আর আগের মতো সুদ দিতে পারছে না। ফলে যারা নিরাপদ বা নির্ভরযোগ্য আয়ের জন্য বিনিয়োগ করতে চাইছেন, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। তবে এই অবস্থায় পোস্ট অফিসের স্কিম (Post Office Scheme) হতে পারে আশার আলো।
পরিবার ভিত্তিক বা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা যারা ভাবছেন, তাদের জন্য পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং টাইম ডিপোজিট স্কিম হতে পারে এক্কেবারে সোনায় সোহাগা। কারণ এখানে মাত্র 2 লাখ টাকা রাখলেই আসবে মোটা রিটার্ন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
স্ত্রীর নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
পোস্ট অফিসে কোনও ব্যক্তি নিজের নামে যেমন পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে, তার পাশাপাশি স্ত্রী বা স্বামীর নামেও অ্যাকাউন্ট খোলা যায়। এবার এখানে দুটি অ্যাকাউন্টে আলাদা করে 1.5 লক্ষ টাকা করে বার্ষিক জমা দেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ, স্বামী এবং স্ত্রী মিলে বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুবিধা থাকছে। এর পাশাপাশি সুদের সুবিধাও মিলছে।
টাইম ডিপোজিট স্কিমের কী বিশেষত্ব?
যদি আপনি এককালীন বা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিতে চান, তাহলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট হতে পারে সেরা বিকল্প। কারণ এটি একটি ব্যাঙ্ক এফডি’র মতোই কাজ করে। কিন্তু তার থেকে বেশি পরিমাণে রিটার্ন দেয় এবং বেশি নিরাপদ।
জানিয়ে রাখি, বর্তমানে 1 বছর মেয়াদের টাইম ডিপোজিটে 6.90% সুদ দেওয়া হচ্ছে, 2 বছর মেয়াদে 7% সুদ দেওয়া হচ্ছে, 3 বছর মেয়াদে 7.10% এবং 5 বছর মেয়াদে 7.50% সুদ দেওয়া হচ্ছে।
এবার ধরুন, আপনি আপনার স্ত্রীর নামে পোস্ট অফিসে দু’বছরের জন্য 2 লক্ষ টাকা টাইম ডিপোজিট করলেন। আর এখানে আপনি 7% হারে সুদ পাবেন। তাহলে দুই বছর পর আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 2,29,774 টাকা। অর্থাৎ, আপনার সুদ থেকে আয় হবে 29,776 টাকা। আর এই টাকা আপনি 100% রিটার্ন পাবেন। কারণ এখানে সরকারের নিরপত্তা থাকায় ঝুঁকির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ বান্ধবীকে IPS বানাতে নয়! গরুকে রাষ্ট্রীয় মাতার পরিচয় দিতে ১২১ লিটার গঙ্গা জল নিয়ে যাত্রা
ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কে এগিয়ে?
এ বছর ভারতের রিজার্ভ ব্যাঙ্ক দু’দুবার রেপোরেট কমিয়েছে। যার ফলে বেশিরভাগ ব্যাঙ্ক এফডি’তে সুদের হার অনেকটা কমিয়ে দিয়েছে। বর্তমানে অনেক ব্যাঙ্ক 6.50% বা তার কম সুদ দিচ্ছে। আর সেখানে পোস্ট অফিস 7%-র বেশি সুদ দিচ্ছে। তাই যারা বেশি পরিমানে রিটার্ন চান এবং নিরাপদ বা ঝুঁকিহীন বিনিয়োগের বিকল্প খুঁজতে চান, তাদের জন্য পোস্ট অফিসের এই স্কিম দুটি হতে পারে একেবারে সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |