স্পেশাল ফিক্সড ডিপোজিটে মিলছে ডবল সুদ, রইল SBI সহ সেরা ৪ ব্যাঙ্কের হদিশ

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থ সুরক্ষিত রাখার পাশাপাশি নিশ্চিত রিটার্নের জন্য অনেকেই এখনো ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপরেই ভরসা করে থাকেন। তবে আপনি কি জানেন, এফডি ছাড়াও কিছু ব্যাঙ্কের এমন স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য আরও বাড়তি হারে সুদ পাওয়া যায়।

চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, স্টেট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের এমন চারটি স্পেশাল স্কিম সম্পর্কে, যেগুলি অন্যান্য স্কিমের তুলনায় চড়া হারে সুর দিচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ভারতীয় স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি যোজনার মেয়াদ 444 দিন। এই স্কিমটি 16 মে, 2025 থেকে শুরু হয়েছে। জানা যাচ্ছে, এখা 7.45% হারে সুদ পাচ্ছে। তাই যারা নিরাপদ বিনিয়োগ চান এবং কিছুটা বাড়তি রিটার্ন আশা করেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

কানাড়া ব্যাঙ্ক

খোঁজ নিয়ে জানা গেল, কানাড়া ব্যাঙ্কের 444 দিনের স্পেসাল এফডি স্কিমটি 10 এপ্রিল, 2025 থেকে শুরু হয়েছে। আর এই স্কিমে সাধারণ নাগরিকরা 7.25% এবং সিনিয়র সিটিজেনরা 7.75% হারে সুদ পাচ্ছে। বিশেষ করে সিনিয়র সিটিজেনরা প্রায় 8% এর কাছাকাছি সুদ পাচ্ছে এই স্কিমে। তাই এটিও হতে পারে বিনিয়োগের সেরা বিকল্প।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ব্যাঙ্ক অফ বরোদা

ব্যাঙ্ক অফ বরোদার 444 দিন মেয়াদের স্পেশাল এফডি স্ক্রিমটি 5 মে, 2025 তারিখ থেকে শুরু হয়েছে। এই স্কিমটিতে সাধারণ নাগরিকরা 7.10%, সিনিয়র সিটিজেনরা 7.60% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.70% হারে সুদ পাচ্ছে। যারা বড় অংকের রিটার্ন চান, তাদের জন্যও এটি হতে পারে ভালো অপশন।

আরও পড়ুনঃ মাসে ১০০০ বিনিয়োগে ১ লাখ করে পেনশন! মোটা রিটার্নের স্কিম কেন্দ্রের

ইন্ডিয়ান ব্যাঙ্ক

ইন্ডিয়ান ব্যাঙ্কের 444 দিন মেয়াদের স্পেশাল স্কিমটি 30 সেপ্টেম্বর, 2025 পর্যন্ত চলবে বলেই খবর। এই স্কিমে সাধারণ নাগরিকরা 7.15%, সিনিয়র সিটিজেনরা 7.65% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.90% হারে সুদ পাচ্ছে। বিশেষ করে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমটি হতে পারে সোনায় সোহাগা।

যদিও এগুলি সবই ব্যাঙ্কের নির্দিষ্ট স্কিম। তবুও ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্কিমগুলিতে চড়া হারে সুদ দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজে সমস্ত শর্ত ও সুদের হার যাচাই করে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে বা ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিয়ে তারপরে বিনিয়োগ করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥