১০ দিনেই টাকা ডবল, AI প্রযুক্তির এমন ব্যবহার দেখে চমকে যাবেন আপনিও!

Published on:

Artificial intelligence

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে প্রযুক্তির মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে AI (Artificial intelligence)! তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, AI-র সাহায্য নিয়েই 10 দিনের মধ্যে টাকা দ্বিগুণ করতে পারবেন? শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

NVT-র এক প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, এক Reddit ব্যবহারকারী ChatGPT এবং Grok-র মাধ্যমে শেয়ার মার্কেটে ট্রেড করে মাত্র দশ দিনের মধ্যেই 400 ডলার দ্বিগুণ করে নিয়েছে! কিন্তু কীভাবে করলেন এই অসাধ্য সাধন? জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে।

কীভাবে দ্বিগুণ হল টাকা?

আসলে ওই Reddit ইউজার বলেছেন, তিনি Robinhood ট্রেডিং অ্যাপে প্রথমে 400 ডলার বিনিয়োগ করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে, ChatGPT তার থেকে ভালো ট্রেডিং প্রেডিকশন দিতে পারে কিনা! আর প্রথম দিনেই ChatGPT-র পরামর্শ মেনে ট্রেড করার পর তিনি লাভবান হন। মজার ছলে তিনি লেখেন, “On the first day, boom! আমি আমার টাকা ডবল করে ফেললাম! প্রায় যেন কোনও রিয়েলিটি শো!”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপর চতুর্থ দিন থেকে ওই ব্যবহারকারী তার পোর্টফোলিও মূলত দুই ভাগে ভাগ করে নেন। একদিকে ChatGPT, আর অন্যদিকে রাখেন Grok-কে। আর এই দুই প্ল্যাটফর্মকে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেন। তার দাবি, তিনি ওই দুই AI প্ল্যাটফর্মকে সমস্ত টেকনিক্যাল ডাটা, স্প্রেডশিট, ফান্ডামেন্টাল তথ্য, সবকিছুই দিয়েছিলেন এবং AI-কে বলেছিলেন, যত অপ্রয়োজনীয় জিনিস আছে তা বাদ দাও, কেবল লাভের জন্য কি করব, সেটাই আমাকে দেখাও!

আরও পড়ুনঃ ফটো, ভিডিও কপি-পেস্ট করলে কমবে রিচ, প্রভাব পড়বে মনিটাইজেশনে! নয়া নিয়ম ফেসবুকের

দশদিনেই 18 ট্রেডে 100% সাফল্য

তবে দশ দিন ট্রেডিং পর্ব শেষ হওয়ার পর ওই ব্যবহারকারী দাবি করেন, তিনি মোট 18টি ট্রেড করেছিলেন, যার মধ্যে 18টিই সাকসেস! আর সবথেকে অবাক করার বিষয়, ChatGPT ও Grok, উভয়েরই সাফল্যের হার ছিল 100%। যেখানে ChatGPT সঠিক প্রেডিকশন দিয়েছিল 13টি, সেখানে Grok সফল হয়েছিল 5 টিতে, অর্থাৎ একটিও লস হয়নি।

আর এই ঘটনা Reddit-এ পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ এখন এই পোস্টটিতে কমেন্ট করে বেড়াচ্ছে। কেউ লিখছে, AI এখন সত্যিই মানুষের জন্য আশীর্বাদ! কাউকে এখন আর বেকার হয়ে বসে থাকতে হবে না। AI-র মাধ্যমে সফলতার শিখরে পৌঁছে যাওয়া যাবে। তবে আবার কেউ কেউ বলছে, AI অতটাও নিখুঁত নয়। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group