বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিমাসে মাত্র 1 হাজার টাকা করে সঞ্চয় করলেই সন্তানের হাতে তুলে দিতে পারবেন এক কোটিরও বেশি! হ্যাঁ, বর্তমানে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় বিপ্লব ঘটাতে পা রেখেছে একটি নতুন স্কিম। জানা যাচ্ছে, ভারতীয় সংস্থা টাটার মিউচুয়াল ফান্ডের একটি স্কিমে (Rs 1000 Scheme) স্বল্প বিনিয়োগ করেই মোটা টাকা রিটার্ন পেতে পারেন গ্রাহকরা। কীভাবে? জেনে নিন সব।
কোন স্কিমে বিনিয়োগ করে কোটি টাকা পাওয়া যাবে?
এমন অনেকেই রয়েছেন যাঁরা, মাসে মাসে অল্প বিনিয়োগের মাধ্যমে মোটা রিটার্নের খোঁজ করেন, মূলত তাদের জন্যই একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে, টাটা মিউচুয়াল ফান্ড। জানা যাচ্ছে, টাটা মিউচুয়াল ফান্ডের অন্যতম প্রকল্প টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডের মাধ্যমে প্রতিমাসে স্বল্প বিনিয়োগ করে মোটা তহবিল গড়ে তুলতে পারবেন গ্রাহকরা। কাজেই, অল্প সময়ে স্বল্প বিনিয়োগের মাধ্যমে বৃহৎ তহবিল গড়ে তুলতে চাইলে টাটার এই স্কিম বিনিয়োগকারীদের জন্য সেরা বিকল্প হতে চলেছে।
কত বছর পর পাওয়া যাবে 1 কোটিরও বেশি রিটার্ন?
ভারতের বহুজাতিক সংস্থা টাটা তাদের টাটা মিউচুয়াল ফান্ডের অন্যতম প্রকল্প টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডের মাধ্যমে গ্রাহকদের মোটা রিটার্ন দিচ্ছে। জানিয়ে রাখি, টাটার এই মিডক্যাপ গ্রোথ ফান্ডে যদি কোনও বিনিয়োগকারী 30 বছর ধরে প্রতিমাসে মাত্র 1000 টাকা করে SIP করতে পারেন, তাহলে নির্দিষ্ট মেয়াদ শেষে তাঁর মোট আমানতের পরিমাণ হবে 1.02 কোটি টাকারও বেশি।
অবশ্যই পড়ুন: নতুন মরসুমে কলকাতা লিগের এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কীভাবে হবে ডার্বি? জেনে নিন
কত শতাংশ রিটার্ন মিলবে?
টাটার এই বিশেষ ফান্ড চালু হওয়ার পর থেকে এটি গড়ে ইনভেস্টারদের প্রতিবছর 13.23 শতাংশ রিটার্ন দিয়েছে। অন্যদিকে একই সময়ের মধ্যে SIP-র ক্ষেত্রে বার্ষিক রিটার্ন হয়েছে 10 বছরে 14.91 শতাংশ, 20 বছরের মেয়াদে 16.51 শতাংশ ও 30 বছরের পূর্ণ মেয়াদে 17.92 শতাংশ। অর্থাৎ, একজন ব্যক্তি যদি আজ থেকে 30 বছর আগে টাটার টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডে এককালীন 1 লক্ষ টাকার রাখতেন তবে আজকের দিনে তাঁর বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াত 41.58 লক্ষ টাকায়।