শুধু সুদ থেকে আয় হবে ৪৪,৬৬৪ টাকা! সেরা সুযোগ দিচ্ছে পোস্ট অফিস

Published on:

Post Office Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: একদিকে ব্যাঙ্কগুলি সুদের হার কমাচ্ছে, আর অন্যদিকে পোস্ট অফিস চমক দেওয়া একের পর এক স্কিম (Post Office Scheme) বাজারে নিয়ে আসছে। প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি দু’দুবার রেপো রেট কমিয়েছে। ফেব্রুয়ারিতে 0.25% আর এপ্রিল মাসে 0.25% রেপো রেট হ্রাসের কারণে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে অনেকটাই সুদের হার নামিয়ে এনেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এই অবস্থায় ভারতীয় পোস্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ একটি স্কিম। জানা যাচ্ছে, মাত্র 3 লক্ষ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন 44,664 টাকা নিশ্চিত সুদ। কিন্তু কীভাবে মিলবে, আর কীভাবেই বা এই স্কিমে বিনিয়োগ করবেন? সবটা রইল আজকের প্রতিবেদনে।

কোন স্কিম নিয়ে কথা বলছি আমরা?

আসলে আমরা যে স্কিমটি সম্পর্কে কথা বলছি, তা হল – পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এখানে 1 থেকে 5 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদী প্ল্যান রয়েছে। আর এর মধ্যে 2 বছরের টাইম ডিপোজিটে সুদের হার 7%। অর্থাৎ আপনি যদি 3 লক্ষ টাকা দুবছরের জন্য এই স্কিমে রাখেন, তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন 3,44,464 টাকা। আর এর মধ্যে 44,464 টাকা শুধু মাত্র সুদ থেকে যায় হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, এই স্কিমে 1 বছরের জন্য সুদ দেওয়া হয় 6.90%, 2 বছরের জন্য সুদ দেওয়া হয় 7%, 3 বছরে সুদ দেওয়া হয় 7.10% এবং 5 বছরে সুদ দেওয়া হয় 7.50%।

আরও পড়ুনঃ এক ধাক্কায় বেতন বাড়ল ১১,৯০০ টাকা! রাজ্যের এই কর্মীদের লাগল লটারি

নেই কোনোরকম ঝুঁকি

এই স্কিমের সবথেকে চমক দেওয়া বিষয় হলো – এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের আওতায় চলে। আর পোস্ট অফিসে টাকা রাখা মানেই তা সম্পূর্ণ নিরাপদে থাকবে। এমনকি এটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই রিটার্ন দেয়। সবথেকে বড় ব্যাপার, যেকোনো বয়সের গ্রাহকই এখানে সমান হারে সুদ পায়। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদ দেওয়া হয় না।

এক কথায়, বর্তমানে যেখানে অধিকাংশ বেসরকারি বা সরকারি ব্যাঙ্ক তাদের সুদের হার কমিয়ে ফেলছে, সেখানে পোস্ট অফিস সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও মোটা অঙ্কের রিটার্ন দিচ্ছে। আর এখানে বিনিয়োগ মানে নিশ্চিন্ত এবং ঝুঁকিমুক্ত। তাই আজই পোস্ট অফিসে যান এবং এই স্কিমে বিনিয়োগ করে সুরক্ষিত করে ফেলুন নিজের ভবিষ্যৎকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group