কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন LIC-র ১০০০ টাকার প্ল্যানে

Published on:

Earn up to Rs 15 lakh by depositing Rs 1,000 per month, new scheme of Lic

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দিতে পারবেন। কন্যা সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে, বাড়তি চাপ তো থাকবেই। এবার সেই চিন্তা লঘু করতে নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে ভারতের সরকারি বিমা সংস্থা LIC। যেখানে প্রতি মাসে মাত্র হাজার টাকা করে জমিয়ে মোটা টাকার রিটার্ন সহ বাড়তি সুবিধা পাবেন। দেখে নিন বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

LIC-র কন্যাদান পলিসি

বছরের বিভিন্ন সময়ে ভারতীয় নাগরিকদের জন্য নতুন নতুন বিমা পলিসি ও স্কিম নিয়ে এসে চমকে দেয় লাইফ ইন্সুরেন্স কোম্পানি। সাম্প্রতিক সময়েও তার অন্যথা হয়নি। ভারতের সরকারি বিমা সংস্থাটি, তাদের কন্যাদান পলিসিতে একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। যেখানে প্রতিমাসে মাত্র 1000 টাকা করে জমিয়ে মেয়াদ শেষে বড় রিটার্ন পেয়ে যাবেন বিনিয়োগকারী।

কত টাকা পাওয়া যাবে?

ভারতের সরকারি বিমা সংস্থা LIC তাদের কন্যাদান পলিসিতে যে নতুন স্কিমটি এনেছে, তা ভারতের বহু বাবা-মায়ের স্নায়ুর চাপ কমাবে। সংস্থাটি জানিয়েছে, তাদের কন্যাদান পলিসিতে প্রতিমাসে যদি কেউ 1000 টাকা করে রাখেন, সে ক্ষেত্রে বছর শেষে মূলধন হয় 12 হাজার টাকা। সেই সূত্র ধরেই, লাইফ ইন্সুরেন্স কোম্পানির নিয়ম অনুযায়ী 25 বছর পর মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে 15 লক্ষ টাকা পাওয়া যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যোগ্যতার মানদন্ড

LIC-র এই কন্যাদান পলিসিতে ভারতের সমস্ত নাগরিক অর্থ জমাতে পারবেন। সেক্ষেত্রে, যার জন্য অর্থাৎ যে কন্যার জন্য পলিসিতে টাকা রাখা হচ্ছে তাঁর ন্যূনতম বয়স হতে হবে, 1 বছর। অন্যদিকে, কন্যার বাবার বয়স হতে হবে কমপক্ষে 30 বছর বা তার বেশি।

অতিরিক্ত সুবিধা

লাইফ ইন্সুরেন্স কোম্পানি তাদের কন্যাদান পলিসিতে প্রতিমাসে মাত্র হাজার টাকা করে জমিয়ে মেয়াদ শেষে 15 লক্ষ টাকা রিটার্ন করার পাশাপাশি একটি বিশেষ সুবিধা রেখেছে। বিমা সংস্থাটি জানিয়েছে, তাদের এই পলিসিতে বিনিয়োগ করলে 80 C ধারায় কর ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা।

অবশ্যই পড়ুন: ফকির থেকে রাজা, ৩০ টাকার লটারিতে ভাগ্য খুলল আলিপুরদুয়ারের দিনমজুরের

আবেদনের পদ্ধতি

LIC-র এই আকর্ষণীয় কন্যাদান পলিসিতে নিজের কষ্টার্জিত অর্থ জমাতে চাইলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে লাইফ ইন্সুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে খাতা খুলতে পারেন। অথবা অফলাইন মাধ্যমে নিকটবর্তী LIC অফিস অথবা বিশ্বস্ত এজেন্ট মারফত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group