মূল্যবৃদ্ধি তলানিতে! কমতে পারে বাড়ি-গাড়ির ঋণ সহ EMI! বড় সিদ্ধান্তের পথে RBI

Published:

Interest Rate
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বছরের শুরু থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার জুন মাসের শুরুতেও আবারও সুদ (Interest Rate) কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে! হ্যাঁ, এর ফলে ব্যাঙ্ক ঋণ থেকে শুরু করে EMI-এর মাসিক কিস্তি কমে গিয়ে সস্তির নিশ্বাস ফেলবে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে প্রথমবার রেপো রেট কমিয়েছিল আরবিআই। এমনকি এপ্রিলেও কমানো হয় এক দফা রেপো রেট। আর এই দুই ধাপে 25 বেসিস পয়েন্ট করে মোট 50 বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছিল রেপো রেট, যা বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 6 শতাংশে। আর এই পরিস্থিতিতে ফের কি রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাতে চলেছে? চলছে সংশয়। 

মূল্যবৃদ্ধি কমায় এবার নজর আর্থিক বৃদ্ধিতে

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বর্তমানে খুচরো মূল্যবৃদ্ধির হার 3.16 শতাংশ নেমে এসেছে, যা যথেষ্ট ইতিবাচক। আবার অর্থনীতিবিদরা মনে করছে, এই সুযোগকে কাজে লাগিয়ে আর্থিক বৃদ্ধিতে গতি টানতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। কারণ গত কয়েক মাসে চাহিদার ঘাটতির কারণে দেশের অর্থনীতি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

ফের কমতে পারে রেপো রেট

সূত্র বলছে, রিজার্ভ ব্যাঙ্ক আগামী বুধবার থেকে শুরু করতে চলেছে তিন দিনের ঋণনীতির বৈঠক। আর শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে বলে খবর। বিশেষজ্ঞরা মনে করছে যে, আগের দুবারের মতো এবারও 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাটছাঁট হতে পারে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, রেপো রেট হলো সেই সুদের হার, যার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেয়। আর এই হার কমা মানে ব্যাঙ্কগুলোর কাছ থেকে ঋণ নেওয়া আরও সস্তা হয়ে যাওয়া। যার ফলে গৃহ ঋণ থেকে শুরু করে গাড়ি ঋণ বা পার্সোনাল লোনের কিস্তি অনেকটাই কমে যায়।

আরও পড়ুনঃ হাসিনার দলের উপর বিরাট অ্যাকশন ইউনূসের

কমবে EMI সহ সুদের হার

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমার সম্ভাবনায় ইতিমধ্যেই সাধারণ মানুষ আশার আলো দেখা শুরু করেছেন। যারা হোম বা কার লোন নিয়েছেন, তাদের মাসিক কিস্তি অনেকটাই কমতে পারে। ফলে ব্যক্তিগত ব্যয়ের উপর অনেকটাই চাপ কমবে।

জানিয়ে রাখি, ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সবনভিস মনে করছেন যে, এবার 25 বেসিস পয়েন্ট সুদের হার কমাবে রিজার্ভ ব্যাঙ্ক। এমনকি অর্থনীতিবিদ অদিতি নায়ার, বণিকসভা অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারাল মণিশ সিঙ্ঘল, সিগ্‌নেচার গ্লোবালের চেয়ারম্যান প্রদীপ আগরওয়ালও একই সম্ভাবনা দেখছে। এখন দেখার রিজার্ভ ব্যাঙ্ক কী সিদ্ধান্ত নেয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join