সৌভিক মুখার্জী, কলকাতা: বেসরকারি চাকরিজীবীদের জন্য কেন্দ্র সরকার এবার বিরাট সুখবর আনছে। কর্মজীবনের শেষ সময় যারা পেনশনের উপর নির্ভর করে, তাঁদের জন্য সোনায় সোহাগা। শীঘ্রই কেন্দ্র সরকার Employees Pension Scheme (EPS)-এ বিরাট পরিবর্তন আনতে পারে। জানা যাচ্ছে, বর্তমানে এই স্কিমের আওতায় ন্যূনতম পেনশন 1000 টাকা, যা বহু বছর ধরেই অপরিবর্তিত রয়েছে। তবে এবার সেই পেনশন নাকি তিনগুণ পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হয়েছে!
EPS পেনশন স্কিম কী?
Employees Pension Scheme হলো একটি অবসরকালীন সুরক্ষা প্রকল্প, যা কিনা EPFO দ্বারা পরিচালিত হয়। এই স্কিমটি মূলত বেসরকারি বা অসংগঠিত খাতের কর্মীদের আর্থিক নিরাপত্তা দেয়। একজন কর্মচারীর চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর যাতে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ পান, তারই বন্দোবস্ত করে এই স্কিম।
বহুদিন ধরেই চলছিল পেনশন বৃদ্ধির দাবি
EPS পেনশন দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত থাকার জন্য পেনশনভোগী এবং সরকারি কর্মচারীরা বহুদিন ধরে বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। 2020 সালে শ্রম মন্ত্রক এই পেনশন 2000 টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে অর্থমন্ত্রক তার সবুজ সংকেত দেয়নি।
এমনকি 2025-র বাজেট ঘোষণার আগেও ইপিএস পেনশনভোগীরা 7500 টাকা পর্যন্ত পেনশন বৃদ্ধির দাবি করেছিল। বর্তমানে EPS-95 স্কিমের আঅতায় দেশজুড়ে প্রায় 186 টি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এমনকি মোট তহবিলের পরিমাণ প্রায় 8 লক্ষ কোটি টাকার বেশি।
আরও পড়ুনঃ আগামী ৩০ বছর প্রতি মাসে মিলবে ২ লাখ ৯৭ হাজার! রইল বিনিয়োগের সেরা ঠিকানা
বিজেপি সাংসদ দিয়েছিল পেনশন বাড়ানোর সুপারিশ
প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি বিজেপির সাংসদ বাসবরাজ বোম্মাই সংসদে এই বিষয়টিকে উপস্থাপন করেন। এমনকি শ্রম মন্ত্রকে পরামর্শ দেন যে, ন্যূনতম পেনশন যাতে বৃদ্ধি করা হয়, তার বন্দোবস্ত করা হোক।
যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এই পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আশায় আশায় দিন গুনছে পেনশনভোগী ও সরকারি কর্মচারীরা, যাতে খুব তাড়াতাড়িই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |