অবসরের পরবর্তী জীবন নিশ্চিত করবে EPF ও NPS, পাবেন ১২ কোটি টাকা

Published on:

Investment

সৌভিক মুখার্জী, কলকাতা: 30 বছর বয়সে সঠিক সিদ্ধান্ত নিলেই 60 বছর বয়সের পর আপনি পাবেন 12 কোটি টাকা পেনশন। হ্যাঁ, এমনই বলছে ট্যাক্স বিশেষজ্ঞ সুজিত দাঙ্গার। তিনি বলছেন, ইপিএফ এবং এনপিএস-এ সঠিক কৌশলে যদি বিনিয়োগ (Investment) করা যায়, তাহলে 12 কোটি টাকার ট্যাক্স মুক্ত অবসর তহবিল গড়ে তোলা যায়। কিন্তু কীভাবে? চলুন হিসাব বুঝে নিই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইপিএফ এবং এনপিএস মিলে 12 কোটি টাকার ভবিষ্যৎ

ধরুন, কারোর মাসিক বেতন 75,000 টাকা। এবার তিনি এবং তার বিনিয়োগকর্তা ইপিএফ ও এনপিএস মিলিয়ে যদি 12,500 টাকা করে বিনিয়োগ করতে পারে এবং প্রতিবছর যদি এই অংক 8% করে বাড়াতে পারে, তাহলে বর্তমান সুদের হার অনুযায়ী 30 বছর পর 12.16 কোটি টাকার ফান্ড গড়ে ওঠে। জানিয়ে রাখি, ইপিএফ-এ বর্তমানে 8.25% রিটার্ন মিলছে এবং এনপিএস-এ মিলছে 11% রিটার্ন।

ইপিএফ এবং এনপিএস-র বৈশিষ্ট্য

ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মূলত গ্যারান্টেড স্কিম। আর এখানে 8 থেকে 8.5% রিটার্ন মেলে। এমনকি এখানে সম্পূর্ণ ট্যাক্স ছাড় মেলে। পাশাপাশি এখানে বিনিয়োগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং ব্যবস্থাপনা খরচ অনেকটাই কম।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অপরদিকে এনপিএস নিয়ে যদি কথা বলি, তাহলে এটি বাজারের উপর নির্ভর করে রিটার্ন দেয়। মোটামুটি 8 থেকে 12% রিটার্ন মেলে এনপিএসে। তবে এখানে 60% মূলধন করমুক্ত এবং 40% অ্যানুইটি হিসাবে ধরা হয়। পাশাপাশি নিজের মতো কন্ট্রিবিউশন এবং ইনভেস্টমেন্ট অপশনও বেছে নেওয়া যায়, আর রেগুলার উইথড্রয়াল করা যায়। 

কোন স্কিমে কত ট্যাক্স ছাড় মিলবে?

সুজিত দাঙ্গার বলছেন, যাদের বার্ষিক বেতন 14.65 লক্ষ টাকার মধ্যে, তারা নতুন ট্যাক্স ব্যবস্থায় সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকতে পারে, যদি ইপিএফ এবং এনপিএস কোম্পানি নিজেও অবদান রাখে। কারণ ইপিএফ-এ বেসিক বেতনের 12% এবং এনপিএস-এ বেসিক বেতনের 14% পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত।

আরও পড়ুনঃ বাড়ানো হল স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা! লাস্ট ডেট কবে দেখে নিন

রিটার্ন কীভাবে বাড়াবেন?

যদি কেউ ভিপিএফ বা ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারে, তাহলে ইপিএফ-র থেকে বেশি পরিমাণে সুদ পাওয়া যায়। পাশাপাশি এনপিএস অ্যাক্টিভ চয়েস বেছে নিয়ে প্রথম দিকে বেশি ইকুইটি এক্সপোজার রাখতে হবে। এমনকি অবসর সময় Debt অপশন ধীরে ধীরে স্থানান্তর করে নিতে হবে।

তবে বলে রাখি, এনপিএস 18 থেকে 70 বছর বয়সী প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্যই। আর নিজের আর্থিক লক্ষ অনুযায়ী ইকুইটি বা ডেটের মিশ্রণও এখানে বেছে নেওয়া যায়। এর ফলে ভবিষ্যতে মোটা অংকের ফান্ড গড়ে ওঠে। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকলে অবশ্যই এই পন্থা অবলম্বন করে চলুন এবং চিন্তা মুক্ত হন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group