বিক্রম ব্যানার্জী, কলকাতা: সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য বড় খবর! খুব শীঘ্রই কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা EPFO তাদের নতুন প্ল্যাটফর্ম EPFO 3.0 চালু করতে চলেছে। জানা যাচ্ছে, এই EPFO 3.0 আসলে একটি আইটি প্ল্যাটফর্ম, যার প্রধান লক্ষ্য, EPFO সদস্যদের ব্যাঙ্কের মতো অন্যান্য একাধিক সুবিধা প্রদান করা। আর সেই লক্ষ্যেই, আগামী মাসের মধ্যেই এই নয়া অনলাইন আইটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বড় ঘোষণা
গত মাসে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছিলেন, EPFO 3.0 ব্যবস্থাটি আগামী জুন মাসের মধ্যে কার্যকর হয়ে যাবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই নয়া আইটি প্ল্যাটফর্মটি সহজেই মুশকিল আসান করবে। এর সাহায্যে অন্তত 9 কোটি মানুষ নির্ঝঞ্ঝাটে স্বয়ংক্রিয় নিষ্পত্তি, ATM থেকে অর্থ উত্তোলন ও ডিজিটাল পদ্ধতিতে যাবতীয় ভুল সংশোধনের মতো সুবিধাগুলি পাবেন। তবে সবচেয়ে বড় সুবিধা হল, এই নয়া EPFO 3.0 সংস্করণের দৌলতে এবার ATM থেকেই EPF-এর টাকা তুলতে পারবেন কর্মীরা।
EPFO 3.0 প্ল্যাটফর্মের দরুন কী কী বদল আসবে?
PF উত্তোলন প্রক্রিয়া আরও সহজ
জানা যাচ্ছে, EPFO 3.0 প্ল্যাটফর্মটির দৌলতে PF বা প্রভিডেন্ট ফান্ডের উত্তোলন প্রক্রিয়া অনেকটাই সহজ হবে। আগে যেখানে ম্যানুয়ালি এই কাজ করতে হতো, এবার থেকে এই নতুন আইটি প্ল্যাটফর্মের দারুণ তার স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবেই হয়ে যাবে।
ডিজিটাল সংশোধন
এবার থেকে EPFO 3.0 ব্যবহার করে ঘরে বসেই PF অ্যাকাউন্ট সম্পর্কিত ভুলগুলি সংশোধন করে নেওয়া যাবে অনলাইনেই। যার জেরে নতুন করে অফলাইনে ফর্ম পূরণ করে তো জমা দেওয়ার ঝামেলা থাকছে না।
ATM থেকে টাকা তোলা
EPFO 3.0-র দৌলতে এবার থেকে ATM কার্ড ব্যবহার করেই মেশিন থেকে PF অ্যাকাউন্টের অর্থ তুলতে পারবেন কর্মীরা। সেক্ষেত্রে আলাদা করে আর ঝক্কি পোয়াতে হবে না।
OTP ভেরিফিকেশন
PF অ্যাকাউন্ট সম্পর্কিত যেকোনও কাজের জন্য এবার থেকে আর লম্বা ফর্ম পূরণ করে তা জমা দেওয়ার ঝামেলা পোয়াতে হবে না EPFO সদস্যদের। পেনশন প্রদানকারী সংস্থাটির EPFO 3.0 প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে এবার থেকে OTP ভেরিফিকেশনের মাধ্যমেই যেকোনও জটিল কাজ করা যাবে। এছাড়াও, অটল পেনশন যোজনা ও প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনার মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলি এই নতুন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।
অবশ্যই পড়ুন: যাহ! অবসর নিয়ে নিলেন রোহিত শর্মার বিকল্প! ভারত হারাল আরও এক বড় তারকাকে
ঝামেলা মুক্ত হবেন পেনশনভোগীরা
ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দাবি, EPFO 3.0 এবং ESIC স্বাস্থ্য সেবার মতো বিশেষ সুবিধার দৌলতে এবার থেকে কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই PF অ্যাকাউন্ট সংক্রান্ত পরিষেবা ও স্বাস্থ্য পরিষেবা উপভোগ করতে পারবেন দেশের কোটি কোটি EPFO সদস্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |