সহেলি মিত্র, কলকাতা: সরকারি এবং বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য রইল সুখবর। এবার কেন্দ্রের মোদী সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হল যার দরুণ উপকৃত হবেন সকলে। ইপিএফও (EPFO) সংক্রান্ত নিয়মে বড় বদল আনল সরকার। কেন্দ্রের মোদী সরকার ইপিএফ-এর সুদের হার নির্ধারণ করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই হার ৮.২৫ শতাংশে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ সরকারকে ৮.২৫ শতাংশ সুদের হার সুপারিশ করেছিল, যা সরকার গ্রহণ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বদলে গেল EPFO- র হার!
কেন্দ্রীয় সরকার ইপিএফ-এর উপর ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) তাদের ফেব্রুয়ারির বৈঠকে সুপারিশ করেছিল যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য EPF জমার উপর বার্ষিক ৮.২৫ শতাংশ সুদের হার সদস্যদের অ্যাকাউন্টে জমা করা হোক।
আরও পড়ুনঃ কেন বাতিল করা হয় সিন্ধু জল বন্টন চুক্তি? পাকিস্তানের মুখোশ খুলে কারণ জানাল ভারত
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের ৭ কোটিরও বেশি কর্মচারী উপকৃত হবেন। এর মধ্যে সেইসব কর্মচারীও অন্তর্ভুক্ত যাদের বেতনের টাকা ইপিএফ-এ জমা হয়। যদি আমরা ২০২৩-২৪ সালের কথা বলি, তাহলে সেই বছরও কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের সুদের হার ছিল ৮.২৫ শতাংশ।
উপকৃত হবেন কয়েক কোটি সদস্য
কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য কর্মচারীদের ভবিষ্য তহবিলের উপর ৮.২৫% সুদের হার অনুমোদন করেছে। জানিয়ে রাখি যে প্রতি বছর EPF-এর সুদের হার EPFO-এর CBT দ্বারা নির্ধারিত হয়, তবে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অর্থ মন্ত্রকের অনুমোদনের পর, সুদের টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা করা হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |