বিনিয়োগ সহ পেনশন নিয়ে সিদ্ধান্ত, আজই বড় মিটিং হতে চলেছে EPFO-র

Published on:

epfo meeting in november

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation) সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিরা চলতি অর্থবর্ষে প্রথমবার বৈঠকে বসতে চলেছেন। আজ ৩০শে নভেম্বর, শনিবার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ পলিসি সম্পর্কে আলোচনা হতে পারে এমনকি বিনিয়োগ থেকে টাকা তোলার পদ্ধতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চলতি অর্থবর্ষে প্রথমবার বৈঠকে EPFO বোর্ড অফ ট্রাস্টি

WhatsApp Community Join Now

যেমনটা জানা যাচ্ছে, ইপিএফও এর যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বোর্ড অফ ট্রাস্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বৈঠকে CBT এর তরফ থেকে ETF এর ইকুইটি ও অন্যান্য বিনিয়োগ ও অ্যাসেট নিয়ে আলোচনা করা হবে ও কিভাবে রিটার্ন আরও বাড়ানো যায় সেটা দেখা হবে।

বাড়বে ETF এর বিনিয়োগ

২০১৫-১৬ অর্থবর্ষে প্রথম EPFO বিনিয়োগ শুরু করেছিল। সেই সময় ৫% ইকুইটিতে বিনিয়োগ করা হত। যেটা পরবর্তীকালে বাড়িয়ে ১০% করে দেওয়া হয়েছিল। এবছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ শে মার্চের রিপোর্ট অনুযায়ী, প্রায় ২.৩৫ লক্ষ কোটি টাকার ETF বিনিয়োগ করা হয়েছে। যেটা প্রায় ৯.৫%, তবে এটিকে ১৫% পর্যন্ত বাড়ানো হতে পারে।

কমানো হবে ঝুঁকি

সূত্রমতে, EPFO এর তরফ থেকে ETF এ বিনিয়োগ করার হার আর নাও বাড়ানো হতে পারে। এক অধিকারের মতে, এই টাকা শ্রমিকদের অনেক কষ্টে অর্জিত টাকা। তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকা প্রয়োজন। ইকুইটি মার্কেট ভালো রিটার্ন দিচ্ছে ঠিকই, তবে ভবিষ্যতে বা সর্বদা সেটা স্থিতিশীল নাও থাকতে পারে।

প্রকাশিত হবে বার্ষিক পারফর্মেন্স

এদিনের বৈঠকে EPFO এর পোর্টফোলিও ম্যানেজারদের ২০২৩-২৪ সালের বার্ষিক পারফর্মেন্সও পর্যালোচনা করা হবে। একইসাথে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অধিক পেনশনের নিয়ম কিভাবে লাগু করা যেতে পারে তার স্ট্যাটাসও জানানো হবে।

সঙ্গে থাকুন ➥
X