লটারি লাগল কর্মীদের, সুদ বৃদ্ধি ছাড়াও প্রভিডেন্ট ফান্ড নিয়ে বিরাট সুখবর দিল EPFO

Published on:

EPFO

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি বলুন বা বেসরকারি কর্মচারী, প্রভিডেন্ট ফান্ড (PF) কর্মজীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ অবসর জীবনকে সুরক্ষিত করার জন্য অনেকেই PF-র উপর ভরসা রাখেন। সম্প্রতি EPFO সমস্ত PF গ্রাহকদের বিরাট সুখবর দিল। কিছুদিন আগেই EPF-তে সুদের হার বাড়িয়ে 8.25% করা হয়েছিল। আর এবার আরও এক বড় ঘোষণা আসলো EPFO-র তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী ঘোষণা করা হল?

প্রসঙ্গত, আগে যদি কোনও কর্মীর দুটি চাকরির মধ্যে সময়ের ওভারল্যাপ থাকত বা কোনও গোলমাল দেখা যেত, তাহলে PF ট্রান্সফারের সময় ঝামেলা পোহাতে হতো। আর অনেক সময় তো PF ট্রান্সফারের আবেদন বাতিল হয়ে যেত।

তবে এবার EPFO-র নির্দেশকায় জানানো হয়েছে, এখন থেকে ওভারল্যাপ সার্ভিস পিরিয়ডের কারণে কোনও কর্মীর PF ট্রান্সফার বাতিল করা হবে না। কারণ বাস্তবে অনেক সময় পুরনো চাকরি ছাড়া এবং নতুন চাকরিতে যোগদানের মধ্যে তারিখের কিছু গোলমাল দেখা যেতে পারে। আর সেই গোলমালকে EPFO এবার গ্রহণযোগ্য বলেই মেনে নিচ্ছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড আসলে কী?

ধরুন, আপনি 10 এপ্রিল কোনও চাকরি থেকে ট্রান্সফার নিয়েছেন। তবে ডকুমেন্টে 15 এপ্রিল লেখা রয়েছে। এবার আপনি নতুন চাকরিতে যোগ দিলেন 13 এপ্রিলে। তাহলে হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে, একই সময়ে আপনি দুটি চাকরিতে যুক্ত ছিলেন। যদিও বাস্তবে তা হয়নি। আর এই সময়কালকেই বলা হচ্ছে ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড।

এই সিদ্ধান্তকে আর্থিক বিশেষজ্ঞ কুণাল কাবরা যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে। তিনি বলছেন, আগে কেউ যদি কারও 20 বছরের চাকরিজীবনে একদিন ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড থাকতো, তাহলে PF ট্রান্সফার আটকে যেত। আর এবার সেই নিয়মের ইতি টানা হয়েছে। এতে সরকারি কর্মীরা বিরাট সুবিধা পাবে। 

আরও পড়ুনঃ সকাল ৬ টার আগে ছাড়তে হবে গ্যাংটক! পর্যটকদের জন্য কড়া নির্দেশিকা

EPF-তে নতুন সুদের হার

প্রসঙ্গত, EPFO সদস্যদের এবার লটারি লেগেছে। চলতি বছরে সুদের হার 8.25% করে দেওয়া হয়েছে EPFO-র তরফ থেকে, যা 2020-21 সালের 8.1%-এর তুলনায় অনেকটাই বেশি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group