Indiahood-nabobarsho

তুলতে পারবেন ৫ গুণ বেশি টাকা! কোটি কোটি কর্মীকে সুখবর দিতে চলেছে EPFO

Published on:

epfo money

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুটা সময়, তারপরেই লটারি লাগতে চলেছে চাকুরীজীবিদের। এবার সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে যার দরুন লটারি লাগবে অনেকের। বিশেষ করে আপনিও যদি EPFO -র সদস্য হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আশা করা হচ্ছে যে মে মাসে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) পরবর্তী বৈঠকে, অগ্রিম দাবির অটো-সেটেলমেন্ট সীমা (ASAC) ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার অনুমোদন দেওয়া হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরাট সুখবর চাকুরীজীবিদের জন্য

জানা গিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে, EPFO-এর প্রায় ৭.৪ কোটি সক্রিয় সদস্য তাদের PF অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রচুর পরিমাণে টাকা তুলতে পারবেন, তাও কোনও ম্যানুয়াল যাচাই ছাড়াই। বর্তমানে এই সীমা ১ লক্ষ টাকা, যা ২০২৪ সালের মে মাসে ৫০ হাজার থেকে বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন তা আরও বাড়তে চলেছে। পাঁচ গুণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তুতি চলছে সরকারের তরফে।

এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে অটো ক্লেম সেটেলমেন্টের সংখ্যা ছিল প্রায় ৯০ লক্ষ, যা ২০২৪-২৫ সালে বেড়ে ২ কোটিতে পৌঁছেছে। আর এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত যে স্বয়ংক্রিয়-বন্দোবস্ত সুবিধা সদস্যদের জন্য খুবই উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ব্যাঙ্কে দাবিহীন পড়ে ৭৮,০০০ কোটি! গ্রাহকদের ফেরাবে RBI, আপনি কীভাবে পাবেন?

ATM-UPI থেকে তুলতে পারবেন পিএফ-এর টাকা

আগামী দিনে এমন সময় আসবে যেখানে সদস্যরা ATM-UPI থেকে সহজেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকে, এটিএম এবং ইউপিআই-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও ইপিএফও-র টাকা তোলা যাবে। এর জন্য, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রযুক্তিগত পরিকাঠামো প্রস্তুত করেছে। এই সিদ্ধান্ত গৃহীত হলে, পিএফ থেকে টাকা তোলা এটিএম থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group