Indiahood-nabobarsho

PF ক্লেইম থেকে ভেরিফিকেশন, ৩টি নিয়মে বড় পরিবর্তন আনল EPFO

Published on:

epfo

সহেলি মিত্র, কলকাতা: ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। নতুন মাস থেকে বদলে গেল একের পর এক নিয়ম। আর এই পরিবর্তিত নিয়মের ব্যাপক প্রভাব পড়বে সদস্যদের ওপর। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন নিয়মে বদল ঘটানো হয়েছে? আর এর পেছনে উদ্দেশ্যই বা কী? তাহলে জানিয়ে রাখি, পিএফ ক্লেইম প্রক্রিয়া সহজতর করতে, ডিজিটাল যাচাইকরণকে উৎসাহিত করতে এবং UAN সক্রিয় করতে এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই নতুন নিয়মগুলির লক্ষ্য হল সদস্যদের জীবনযাত্রার মান যাতে আরও সহজ করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিয়মে বড় পরিবর্তন আনল EPFO

প্রথম যে নিয়মে বদল আনা হয়েছে সেটা হল ফেস ভেরিফিকেশন। আসলে এই ফেস ভেরিফিকেশনের উপর ভিত্তি করে নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে ইপিএফও। এই নতুন পরিষেবার মাধ্যমে সদস্যরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) পেতে এবং সক্রিয় করতে পারবেন। এই পরিষেবাগুলি চালু করার সময়, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন যে এটি ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারীদের সহজ এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।

উমঙ্গ অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যাবে UAN

এখন কর্মীরা ‘উমং’ মোবাইল অ্যাপের সাহায্যে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন প্রযুক্তি (FAT) ব্যবহার করে UAN তৈরি করতে পারবেন। নিয়োগকর্তারা উমঙ্গ অ্যাপের মাধ্যমে নতুন কর্মীদের জন্য UAN তৈরি করতে পারবেন। যাদের ইতিমধ্যেই UAN আছে কিন্তু এটি সক্রিয় নয় তারাও এই অ্যাপের সাহায্যে অনায়াসেই কিন্তু UAN সক্রিয় করতে পারবেন বলে জানিয়েছে ইপিএফও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

চেকের ছবি আপলোড আর বাধ্যতামূলক নয়

সবথেকে বড় কথা, পিএফ ক্লেম করতে গিয়ে ঘাম বের করার দিন শেষ। কারণ ইপিএফও এখন পিএফ দাবির প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। এখন পিএফ ক্লেইম করার সময় বাতিল চেকের ছবি বা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আর নিয়োগকর্তার অনুমোদনেরও প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group