EPFO-র সদস্যরা এবার পাবে বাড়তি পেনশন, কীভাবে জেনে নিন

Published on:

Pension

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরের মাঝামাঝি সময়ে আসলো বিরাট সুখবর! হ্যাঁ, EPFO পেনশনভোগীদের জন্য এবার দারুণ স্বস্তি দিল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, এবার তাদের মাসিক পেনশনের (Pension) পরিমাণ অনেকটাই বাড়বে। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার (EPFO) আওতায় পেনশনভোগীরা প্রকৃত মাসিক বেতনের ভিত্তিতে এবার থেকে চড়া হাড়ে পেনশন নিতে পারবে। কিন্তু কারা পাবেন এই অতিরিক্ত পেনশন এবং কীভাবে পাবেন? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে। 

কী বলছে সুপ্রিম কোর্ট?

বহু বছর ধরে EPFO পেনশনভোগীরা তাদের বাড়তি পেনশনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। এতদিন ধরে তাদের পেনশন নির্ধারণ করা হত নির্দিষ্ট বেতনের সীমার ভিত্তিতে। তাদের অভিযোগ ছিল যে, প্রকৃতপক্ষে বেশি বেতন পেলেও তাদের পেনশন অনেকটাই কম মিলছে। এ নিয়েই চলছিল আইনি লড়াই।

অবশেষে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পেনশনের পরিমাণ নির্ধারণ করা হবে প্রকৃত বেতনের ভিত্তিতেই, শুধুমাত্র নির্ধারিত সীমা অনুযায়ী নয়। অর্থাৎ, যারা প্রকৃত বেতনের অনুপাতে পেনশন পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন, তাদের জন্য বিরাট সুখবর। 

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,১০০! NHAI-তে পরীক্ষা ছাড়াই কাজের সুযোগ

কারা পাবে এই বাড়তি পেনশন?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই বাড়তি পেনশন পাবে শুধু মাত্র EPFO-র অধীনে যারা রয়েছে, সেই সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। পাশাপাশি PF-র দীর্ঘ সময় ধরে যারা অবদান রেখেছে তারাও এই অতিরিক্ত সুবিধা পাবে। তবে অবশ্যই UAN নম্বর থাকতে হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥