পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কী চাকরিরত? কোম্পানির তরফ থেকে ইপিএফ (EPFO) এর সুবিধা প্রদান করে? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবছরের শুরু থেকেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একের পর এক নয়া ঘোষণা করে চলেছে। একদিকে যেমন সিস্টেম আপডেট হচ্ছে তেমনি আগের তুলনায় অনেক কাজ সহজ হয়েছে।
এবার জানা যাচ্ছে প্রয়োজনে প্রফিডেন্ট ফান্ড বা PF এর টাকা UPI এর মাধ্যমেও তুলে নেওয়া যাবে। আজকাল কমবেশি সকলেই স্মার্টফোন ব্যবহার করেন আর তাতে গুগুল পে বা ফোন পে এর মত ইউপিআই অ্যাপ রয়েছে। তার মাধ্যমেই যদি পিএফের টাকা নতুন এই চালু হলে প্রায় ৭৪ লক্ষ EPF গ্রাহকরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।
UPI এর মাধ্যমে তোলা যাবে PF এর টাকা
হ্যাঁ ঠিক দেখছেন, বেসরকারি সংস্থার কর্মীদের ইপিএফ থেকে টাকা তোলার পদ্ধতি আরও সহজ করার জন্য উদ্যোগী হয়েছে EPFO। কিছুদিন আগেই জানা গিয়েছিল, যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে এমনকি এটিএম থেকেও টাকা তোলা যাবে। তবে এবার জানা যাচ্ছে, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI এর মাধ্যমেও পিএফের টাকা লেনদেন করা যাবে। স্বাভাবিকভাবেই এই নিয়ম চালু হলে অনেকটা সুরাহা হবে লক্ষ লক্ষ কর্মীদের।
কবে থেকে চালু হবে নয়া নিয়ম?
যদিও এই মুহূর্তে সংস্থার তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। তবে এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, গ্রাহকরা যাতে UPI এর মাধ্যমে PF এর টাকা তোলার দাবি করতে পারেন তার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। এবার গোটা পক্রিয়া কার্যকর করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর সাথে আলোচনা চলছে EPFO এর। NPCI এর তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেলেই UPI দিয়ে পিএফের টাকা লেনদেন করা যাবে।
আরও পড়ুন: টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের
প্রসঙ্গত, বিগত কয়েকবছর ধরেই সম্পূর্ণ পক্রিয়া ডিজিটালাইজেশনের চেষ্টা করছে শ্রম মন্ত্রক। ইতিমধ্যেই একাধিক অফলাইন কাজের ঝামেলা মিটিয়ে অনলাইন কাজ চালু করা হয়েছে। এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেলে ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্যা হত সেটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। এবার গোটা পক্রিয়া আরও সহজ করার পক্রিয়া চলছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |