সহজেই দেখা যাবে ব্যালেন্স, স্টেটমেন্ট! পাসবুক লাইট পরিষেবা লঞ্চ করল EPFO

Published on:

Updated on:

epfo passbook lite

সহেলি মিত্র, কলকাতা: আপনারও কি PF অ্যাকাউন্ট আছে? ব্যালেন্স জানতে গিয়ে হিমশিম খেতে হয়? তাহলে আপনার সমস্যার সমাধান হতে চলেছে। আসলে এবার EPFO-র তরফে এমন এক পরিষেবা শুরু করা হয়েছে যার দরুন ব্যাপকভাবে লাভবান হবেন কর্মী থেকে পেনশনভোগীরা।

অনেক সময়ে এমন হয়েছে যখন আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে তো নেওয়া হয় কিন্তু আপনি কোনও মেসেজ পান না। এবার এই সমস্যার সমাধান করতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) দেশজুড়ে লক্ষ লক্ষ EPFO ​​ধারকদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারটি ব্যবহার করে, ব্যবহারকারীরা এক ক্লিকেই তাদের EPFO ​​পাসবুকের সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবেন।

নতুন ফিচার আনল EPFO

আসলে EPFO ​​পাসবুক লাইট (EPFO Passbook Lite) নামে একটি ফিচার চালু করেছে। এই বৈশিষ্ট্যটি আপনাকে মাত্র এক ক্লিকে আপনার EPF ব্যালেন্স চেক করতে দেয়। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করলে আপনার PF ব্যালেন্স চেক করা অনেক সহজ হবে।

এখন প্রশ্ন উঠতে পারে এই ‘পাসবুক লাইট’ কী? “পাসবুক লাইট” হল EPFO ​​ওয়েবসাইটে উপলব্ধ একটি ইন্টারফেস। এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা কোনও জটিল লগইন প্রক্রিয়া ছাড়াই সরাসরি তাদের PF ব্যালেন্স চেক করতে পারবেন। আগে, PF ধারকদের তাদের UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হত, কিন্তু এখন এই প্রক্রিয়াটি সরলীকৃত করা হয়েছে। ব্যবহারকারীদের কেবল তাদের UAN নম্বর এবং OTP প্রবেশ করতে হবে। এর পরে, তারা সরাসরি তাদের পাসবুক দেখতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন পাসবুক লাইট?

  • প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in দেখুন।
  • তারপর ‘পাসবুক লাইট’ বিভাগে ক্লিক করুন।
  • এবার আপনার UAN নম্বরটি লিখুন।
  • এবার আপনার মোবাইলে একটি OTP আসবে।
  • সেই OTP প্রবেশ করার পর, এটি জমা দিন।
  • আপনার পিএফ পাসবুক স্ক্রিনে দেখানো হবে।

EPFO ওয়েবসাইটে আপনার পাসবুক দেখা আগে একটি অসম্ভব কাজ ছিল। তাই, লক্ষ লক্ষ ব্যবহারকারীর সমস্যার সম্মুখীন হওয়া বুঝতে পেরে EPFO ​​পাসবুক লাইট চালু করেছে। EPFO-এর মতে, প্রযুক্তিগত জ্ঞানের অভাব বা নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক লোক তাদের পিএফ তথ্য দেখতে পারছিলেন না। এই ফিচারটি বিশেষভাবে সেই ব্যক্তিদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥