২০০, ৫০০-র নোট নিয়ে বিরাট সতর্কতা RBI-র, আপনার কাছে থাকলে কি করতে হবে জানুন

Published:

Fake Currency
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় জাল টাকা (Fake Currency) বা আসল টাকা চেনা কার্যত সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ, অনেকেই জাল টাকা না চিনতে পেরে প্রতারণার কবলে পড়তো। তবে সময় যে বদলাচ্ছে। প্রযুক্তিও উন্নত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেই প্রশ্নটা এখনো থেকে যাচ্ছে। কারণ, জাল নোটের কারবার এখনো বাজারে চরমভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। 

কোন কোন নোটে ভুয়ো প্রবণতা বেড়েছে?

রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 200 টাকা এবং 500 টাকার নোট জালিয়াতির হার সবথেকে বেশি। হ্যাঁ, 200 টাকার নোটের জালিয়াতির হার প্রায় 13.9% এবং 500 টাকার নোটের জালিয়াতির হার 37.3% হারে বেড়েছে 2024-25 সালে। তবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট জাল ধরা পড়ার সংখ্যা অনেকটাই কমেছে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে 200 টাকা এবং 500 টাকার নোট।

কোথা থেকে ধরা পড়ল এত জাল নোট?

প্রসঙ্গত, সারা বছরে মোট 2,17,396 টি জাল নোট ধরা পড়েছে বলে খবর। আর এর মধ্যে 4.7% নোট ধরা পড়েছে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের হাতে। আর বাকি 95.3% ধরা পড়েছে অন্যান্য ব্যাঙ্কের মধ্যে। সবথেকে বেশি পাওয়া গেছে 500 টাকার জাল নোট, যা সংখ্যায় দাঁড়াচ্ছে 1,17,722 টিতে, আর 200 টাকার জাল নোট ধরা পড়েছে 32,660 টি।

তবে অবশ্য আগের বছরের তুলনায় জাল নোটের সংখ্যা একটু কমেছে। 2022-23 সালে 2,25,769 জাল নোট পাওয়া গিয়েছিল। আর এবছর তা কমে দাঁড়িয়েছে 2,14,394 টিতে। তবে 500 টাকা এবং 200 টাকার এই কালোবাজারি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে।

কীভাবে চিনবেন আসল 500 টাকার নোট?

আসল 500 টাকার নোটে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এমন কিছু চিহ্ন বেঁধে দিয়েছে, যা দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে, আপনার হাতে টাকা 500 টাকার নোটটি আসল নাকি জাল।

সামনের দিকে

  • সামনে এবং পিছনের ডিজাইন মিলিয়ে দেখলে 500 লেখাটি স্পষ্ট উঠে আসবে। 
  • একটু কাঁত করে দেখলে 500 লেখাটি লুকিয়ে আছে বলে মনে হবে। 
  • দেবনগরী হরফে 500 লেখা থাকবে। 
  • মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। 
  • মাইক্রো লেটারে ‘ভারত’ এবং ‘India’ লেখা থাকবে। 
  • রং পরিবর্তনশীল থ্রেডে ‘RBI’ এবং ‘भारत’ লেখা থাকবে।
  • গভর্নরের সই থাকবে এবং ‘RBI’-র প্রতীক থাকবে। 
  • জলছাপে গান্ধীজি এবং 500 লেখা থাকবে। 
  • উপরের বাম ও নীচের ডানপাশে বড় হরফে নোটের নম্বর লেখা থাকবে। 
  • রং বদলানো কালিতে 500 লেখা দেখা যাবে। 
  • অশোক স্তম্ভের চিহ্ন থাকবে। 

পিছনের দিকে

  • স্বচ্ছ ভারতের লোগো এবং স্লোগান দেওয়া থাকবে। 
  • লালকেল্লার ছবি থাকবে। 
  • দেবনাগরী হরফে 500 লেখা থাকবে।
  • ভাষা প্যানেল থাকবে। 
  • নোট মুদ্রণের সাল বাম দিকে লেখা থাকবে।

আরও পড়ুনঃ জামাই ষষ্ঠীর আগে ওলটপালট সোনা, রুপোর দাম! রইল আজকের রেট

একইভাবে 200 টাকার নোটেও কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য দেওয়া থাকে, যেগুলো দেখে খুব সহজেই জানা যায় যে, নোটটি আসল নাকি নকল। আসলে এই যুগে জাল নোট এমন ভাবে তৈরি করা হচ্ছে, যা সত্যিই ধরা কঠিন। তাই টাকা লেনদেন করার সময় অবশ্যই বিষয়গুলোকে খতিয়ে দেখুন। আর হ্যাঁ, কোনও মোবাইল অ্যাপে ছবি তুলে বা কিউআর কোড স্ক্যান করে নোট চেনা যায় না। এটি সম্পূর্ণ গুজব। নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক রাখুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join