Indiahood-nabobarsho

পাঁচ বছরে ৫০০, ২০০০ টাকার জাল নোট বেড়েছে ৩০০ শতাংশ! ভয়ঙ্কর তথ্য RBI-র

Published on:

reserve bank of india

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে চারিদিকে ধুন্ধুমার পরে গিয়েছিল। দিন রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সমস্ত গ্রাহক টাকা এক্সচেঞ্জ করেই চলেছে। আর তারপরেই ডিজিটাল লেনদেন আর প্রভাব বেড়েছিল। তখন মোদি সরকার আশ্বস্ত করেছিল যে ডিজিটাল লেনদেনের মাধ্যমেই বাজারে জাল নোট ও কালো টাকার রমরমা রোখা হবে। কিন্তু আদতে সম্পূর্ণ ব্যর্থ হল সমস্ত পরিকল্পনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

RBI এর বিস্ফোরক তথ্য

যতই কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেশে জাল নোট প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া হোক না কেন, বাস্তব পরিস্থিতি বলছে কাজের কাজ তেমন কিছু হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রচারিত এক নোটে, এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে পাঁচ বছরে, দেশে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা একলাফে চার গুণ বেড়ে গিয়েছে। পাশাপাশি RBI এর তরফ থেকে যতই দু’হাজার টাকার নোট ফিরিয়ে নেওয়া হোক না কেন, পরিসংখ্যান বলছে, ২০২০-২১ থেকে পরের ৩ বছরে জাল ২০০০ টাকার নোটের সংখ্যা বেড়েছে ৩ গুণ। যার ফলে প্রশ্ন উঠছে সাড়া জাগানো নোটবন্দির পরিস্থিতি নিয়ে।

এদিন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির দেওয়া তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে ব্যাঙ্কিং ব্যবস্থায় চিহ্নিত ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ২,১৮,৬৫,০০০। কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয় ৮,৫৭,১১,০০০। সবচেয়ে বেশি বেড়েছে ২০২১-২২ অর্থবর্ষে। ৩,৯৪,৫৩,০০০ থেকে এক লাফে পৌঁছেছে ৭,৯৬,৬৯,০০০-এ। বৃদ্ধি প্রায় ১০২%। মন্ত্রী এটাও বলেছেন, ২০২২-২৩ অর্থবর্ষে ৯৮,০৬,০০০ জাল ২০০০ টাকার নোট ধরা পড়ে। এক বছরে তা হয়েছে ২,৬০,৩৫,০০০।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শাসকদলকে খোঁচা কংগ্রেস নেতা পবন খেরার

গতকাল অর্থাৎ বুধবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘এক্স’-এ মন্ত্রীর দেওয়া এই হিসাব পোস্ট করে মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর বক্তব্য, নোটবন্দির সময়ে অনেক বড় বড় কথা বলতে শোনা গিয়েছিল কিন্তু বাস্তবে তার ব্যর্থতা পরিসংখ্যানে একদমই স্পষ্ট। গত আট বছরে বিভিন্ন বিশ্লেষণে নোটবন্দিকে ‘ব্যর্থ’ তকমা দেওয়া হয়েছে। আশঙ্কা করা হয়েছে এর সুদূরপ্রসারী বিরূপ প্রভাব নিয়ে। সরকারি তথ্যে সেটাই আবার প্রমাণিত হল।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group