সৌভিক মুখার্জী, কলকাতাঃ কোটি কোটি ব্যাংক গ্রাহকের জন্য দুঃসংবাদ। এবার সরাসরি ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার কমিয়ে দেওয়া হল। তাও আবার এক ধাক্কায় ৭.৯৯% থেকে ৭.৭৫%। হ্যাঁ, আমরা কথা বলছি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক IndusInd Bank সম্পর্কে। এই ব্যাংকটি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। সাধারণ গ্রাহকের জন্য এখন সর্বোচ্চ ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫% সুদ দেওয়া হবে, যা শুনে হাজার হাজার গ্রাহক চিন্তায় পড়ে গেছেন।
যেখানে আগে ১ বছরের বেশি কিছু নির্দিষ্ট মেয়াদী FD-তে সাধারণ গ্রাহকরা ৭.৯৯% পর্যন্ত এবং প্রবীণ নাগরিকরা ৮.৪৯% পর্যন্ত সুদ পাচ্ছিলেন, সেখানে এই সুদের হার অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে বলে রাখি, এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ থেকে।
কেন কমল FD-র সুদের হার?
IndusInd Bank-এর এই সিদ্ধান্তের মূল কারণ হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট হ্রাস। রিজার্ভ ব্যাংক সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৬.২৫% করেছে। IndusInd Bank এবার সেই পথেই হেঁটে FD-এর সুদের হার কমিয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে। কারণ যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য FD করতে চেয়েছিলেন তারা আর আগের মত সুদ পাবে না।
FD-তে নতুন সুদের হার
IndusInd Bank-এর নতুন FD-এর নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন সুদের হার নির্ধারণ করা হয়েছে। যেমন-
- ৭-৩০ দিনের জন্য সুদের হার- ৩.৫০%
- ৩১-৪৫ দিনের জন্য সুদের হার- ৩.৭৫%
- ৪৬-৯০ দিনের জন্য সুদের হার- ৪.৭৫%
- ৯১-১৮০ দিনের জন্য সুদের হার- ৫.০০%
- ১৮১-২১০ দিনের জন্য সুদের হার- ৫.৮৫%
- ২১১-২৬৯ দিনের জন্য সুদের হার- ৬.১০%
- ২৭০-৩৫৪ দিনের জন্য সুদের হার- ৬.৩৫%
- ১ বছর থেকে ১.৫ বছরের জন্য সুদের হার- ৭.৭৫%
- ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার- ৭.২৫%
- ৬১ মাসের বেশি মেয়াদী FD এর জন্য সুদের হার- ৭.০০%
- ৫ বছরের ট্যাক্স সেভিং FD এর জন্য সুদের হার- ৭.২৫%
কাদের জন্য কত সুদ?
এক কথায় বলতে গেলে সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ ৭.৭৫% সুদ পাবেন। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার একটু বাড়ানো হয়েছে। তারা সর্বোচ্চ ৮.২৫% সুদ পাবেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রিজের মধ্যে এটি এখনও প্রতিযোগিতামূলক সুদের হার। তবে আগের তুলনায় অনেকটা কম।
আরও পড়ুনঃ ১ লক্ষ লাইসেন্স ধারককে খুঁজছে পরিবহন দফতর, এই ভুল করলেই ডিফল্টার ঘোষণা
এর প্রভাব কী হতে পারে?
FD-এর সুদের হার কমানোর ফলে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে FD করতে চাইছিলেন তাদের সুদ অনেকটাই কমে যাবে। RBI-এর এই সিদ্ধান্তের কারণে অন্যান্য ব্যাংক সুদের হার কমাতে পারে। তবে প্লাস পয়েন্ট হল FD-এর সুদ কমার ফলে এবার হোম লোন বা পার্সোনাল লোনের সুদের হারও কমতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |