অনেকটাই কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার! কোটি কোটি গ্রাহকে ঝটকা দিল ব্যাঙ্ক

Published on:

fd interest rate bank

সৌভিক মুখার্জী, কলকাতাঃ কোটি কোটি ব্যাংক গ্রাহকের জন্য দুঃসংবাদ। এবার সরাসরি ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার কমিয়ে দেওয়া হল। তাও আবার এক ধাক্কায় ৭.৯৯% থেকে ৭.৭৫%। হ্যাঁ, আমরা কথা বলছি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক IndusInd Bank সম্পর্কে। এই ব্যাংকটি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। সাধারণ গ্রাহকের জন্য এখন সর্বোচ্চ ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫% সুদ দেওয়া হবে, যা শুনে হাজার হাজার গ্রাহক চিন্তায় পড়ে গেছেন।

যেখানে আগে ১ বছরের বেশি কিছু নির্দিষ্ট মেয়াদী FD-তে সাধারণ গ্রাহকরা ৭.৯৯% পর্যন্ত এবং প্রবীণ নাগরিকরা ৮.৪৯% পর্যন্ত সুদ পাচ্ছিলেন, সেখানে এই সুদের হার অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে বলে রাখি, এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ থেকে।

কেন কমল FD-র সুদের হার?

IndusInd Bank-এর এই সিদ্ধান্তের মূল কারণ হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট হ্রাস। রিজার্ভ ব্যাংক সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৬.২৫% করেছে। IndusInd Bank এবার সেই পথেই হেঁটে FD-এর সুদের হার কমিয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে। কারণ যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য FD করতে চেয়েছিলেন তারা আর আগের মত সুদ পাবে না।

FD-তে নতুন সুদের হার

IndusInd Bank-এর নতুন FD-এর নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন সুদের হার নির্ধারণ করা হয়েছে। যেমন-

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
  • ৭-৩০ দিনের জন্য সুদের হার- ৩.৫০%
  • ৩১-৪৫ দিনের জন্য সুদের হার- ৩.৭৫%
  • ৪৬-৯০ দিনের জন্য সুদের হার- ৪.৭৫%
  • ৯১-১৮০ দিনের জন্য সুদের হার- ৫.০০%
  • ১৮১-২১০ দিনের জন্য সুদের হার- ৫.৮৫%
  • ২১১-২৬৯ দিনের জন্য সুদের হার- ৬.১০%
  • ২৭০-৩৫৪ দিনের জন্য সুদের হার- ৬.৩৫%
  • ১ বছর থেকে ১.৫ বছরের জন্য সুদের হার- ৭.৭৫%
  • ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার- ৭.২৫%
  • ৬১ মাসের বেশি মেয়াদী FD এর জন্য সুদের হার- ৭.০০%
  • ৫ বছরের ট্যাক্স সেভিং FD এর জন্য সুদের হার- ৭.২৫%

কাদের জন্য কত সুদ?

এক কথায় বলতে গেলে সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ ৭.৭৫% সুদ পাবেন। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার একটু বাড়ানো হয়েছে। তারা সর্বোচ্চ ৮.২৫% সুদ পাবেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রিজের মধ্যে এটি এখনও প্রতিযোগিতামূলক সুদের হার। তবে আগের তুলনায় অনেকটা কম। 

আরও পড়ুনঃ ১ লক্ষ লাইসেন্স ধারককে খুঁজছে পরিবহন দফতর, এই ভুল করলেই ডিফল্টার ঘোষণা

এর প্রভাব কী হতে পারে?

FD-এর সুদের হার কমানোর ফলে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে FD করতে চাইছিলেন তাদের সুদ অনেকটাই কমে যাবে। RBI-এর এই সিদ্ধান্তের কারণে অন্যান্য ব্যাংক সুদের হার কমাতে পারে। তবে প্লাস পয়েন্ট হল FD-এর সুদ কমার ফলে এবার হোম লোন বা পার্সোনাল লোনের সুদের হারও কমতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥