ইন্ডিয়া হুড ডেস্কঃ যে কোনও দেশ কতটা বড় হবে বা উন্নতি করবে সেটা নির্ভর করে সেই দেশের অর্থনীতির ওপর। কোনও দেশের অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে সেই দেশ ক্রমে সবকিছুর থেকে পিছিয়ে পড়ে। তবে অনেকেই হয়তো জানেন না কোনও দেশের অর্থনীতিকে একটা জায়গায় দাঁড় করানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। স্থিতিশীল মুদ্রানীতি বাস্তবায়ন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। আজ এই প্রতিবেদনে বিশ্বের তেমনই কিছু কেন্দ্রীয় ব্যাঙ্ক নিয়ে আলোচনা করা হবে যেগুলি একপ্রকার রেকর্ড গড়েছে।
রিপোর্টে বড় চমক
২০২৪ সালের বিশ্বের শীর্ষ ১০ ধনী কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনগুলি সেটার একটা তালিকা প্রকাশ হয়েছে। আর এহেন রিপোর্ট দেখে সকলে চমকে গিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের মোট সম্পদ তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। আজ তেমনই ১০টি কেন্দ্রীয় ব্যাঙ্ক নিয়ে আলোচনা হবে। Sovereign Wealth Fund Institute -র তরফে দেওয়া এক তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসাবে প্রথম স্থানে উঠে এল। এই কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পদের পরিমাণ $7.84 ট্রিলিয়ন।
কোন ব্যাঙ্কের স্থান কততে জানুন এক নজরে
এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তালিকায় নিজের নাম তুলতে সক্ষম হয়েছে। ইউরোপ ভিত্তিক শীর্ষ দশটি কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে সাতটির মূল্য 11.09 ট্রিলিয়ন ডলার। সেখানে আফ্রিকার কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির অবস্থা যথেষ্ট খারাপ। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা বিশ্বে দ্বাদশ স্থানে রয়েছে। RBI-র সম্পদের পরিমাণ 70.47 ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। দেখুন তালিকা…
- Federal Reserve System-র সম্পত্তির পরিমাণ $7,835,559,000 টাকা।
- চিনের People’s Bank of China-র সম্পত্তির পরিমাণ $6,004,919,369,845।
- জাপানের Bank of Japan-র সম্পত্তির পরিমাণ $5,543,058,448,125 ।
- জার্মানির Deutsche Bundesbank-র সম্পত্তির পরিমাণ $2,776,759,343,640 ।
- ফ্রান্সের Bank of France-র সম্পত্তির পরিমাণ $2,011,001,711,400 ।
- নরওয়ের Norges Bank-র সম্পত্তির পরিমাণ $1,632,986,563,336 টাকা।
- ইটালির Bank of Italy-র সম্পত্তির পরিমাণ $1,383,293,987,542 টাকা।
- ইউকে-র Bank of England-র সম্পত্তির পরিমাণ $1,288,250,668,160 টাকা।
- স্পেনের Bank of Spain-র মোট সম্পদের পরিমাণ $1,049,435,626,385 টাকা।
- সুইৎজারল্যান্ডের Swiss National Bank-র মোট সম্পদের পরিমাণ $944,013,351,477 টাকা।