ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮% হারে সুদ! পাঁচ ব্যাঙ্কে সোনায় সোহাগা অফার

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক টানা রেপো রেট কমানোর পর একাধিক ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দিয়েছে। এক কথায় ধাক্কা খেয়েছে গ্রাহকরা। বিশেষ করে প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এখনো এমন কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে, যে ব্যাঙ্কগুলি তিন বছরের মেয়াদী এফডিতে 8.8% পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। আর বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে আরও চড়া হারে সুদ। তো চলুন সেই ব্যাঙ্কগুলো সম্পর্কে একটু জেনে নিই।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক

জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক তিন বছরের ফিক্সট ডিপোজিটে প্রবীণ নাগরিকদের 8.8% হারে সুদ দিচ্ছে, যা এই মুহূর্তে দেশের মধ্যে সর্বোচ্চ। যারা সুরক্ষার পাশাপাশি ভালো রিটার্ন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সোনায় সোহাগা।

উত্তর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক

যারা ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ব্যাঙ্কের এফডি হতে পারে সেরা বিকল্প। কারণ এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য তিন বছরের মেয়াদি ফিক্সড ডিপোজিটে এখন 8.75% হারে সুদ দিচ্ছে। ফলে বিনিয়োগের অংক কিছু দিনের মধ্যেই দ্বিগুণ হয়ে যাচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক

এই ব্যাঙ্কটিও তিন বছরের মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকদের 8.5% হারে সুদ দিচ্ছে। তাই যারা সুরক্ষিত এবং লাভজনক বিনিয়োগের মাধ্যম খুঁজছেন, তারা এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে একবার ভেবে দেখতে পারেন।

স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক

তিন বছরের মেয়াদি ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের 8.25% হারে সুদ দিচ্ছে। তাই যারা ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন এবং নিরাপদ ও সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম খুঁজছেন, তারা এই ব্যাঙ্কটিকে ভেবে দেখতে পারেন।

জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক

খোঁজ নিয়ে জানা গেল, এই ব্যাঙ্কটি তিন বছরের মেয়াদে প্রবীণ নাগরিকদের 8.5% হারে সুদ দিচ্ছে। তাই সিনিয়র সিটিজেনদের জন্য এটিও হতে পারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ শুরুতেই মাইনে ৪৮,৪০৭! স্নাতক পাসে স্টেট ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে চাকরি

বিনিয়োগ করার আগে অবশ্যই মাথায় রাখুন

তবে যেহেতু এই ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত নয়, তাই ব্যাঙ্কগুলির আর্থিক বিশ্বাসযোগ্যতা এবং স্থিতিশীলতা আগেভাগেই যাচাই করুন। এমনকি দেখুন, সেই ব্যাঙ্ক ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কিনা, যাতে করে আমানতকারী 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা পায়। সবথেকে বড় ব্যাপার, বিনিয়োগের আগে মেয়াদ, সুদের হার, আগেভাগেই জেনে নিন। তাহলে পরে কোনোরকম সমস্যা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥