সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে প্রত্যেকেই পা বাড়ায় ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দিকে। অনেকের কাছে নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম এটিই। বিশেষ করে প্রবীণ নাগরিকরা এই সুযোগকে আরও লুফে নিচ্ছে। কারণ বেশিরভাগ ব্যাঙ্কই সাধারণ আমানতকারীদের তুলনায় প্রবীণ নাগরিকদের বেশি হারে সুদ দিচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 7.65% পর্যন্ত সুদ দিচ্ছে। তবে জেনে রাখা হলো যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত 9 এপ্রিল রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছিল। আর এর প্রভাবে কিছু ব্যাঙ্কের সুদের হার পড়ে গেলেও প্রবীণ নাগরিকদের জন্য বেশ আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে এখনও।
কোন ব্যাঙ্কে কত সুদ?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর-
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 2 থেকে 3 বছর মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকরা 7.50% হারে সুদ পাচ্ছে।
- ICICI ব্যাঙ্কের 18 মাস থেকে 2 বছর মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকরা 7.5% হারে সুদ পাচ্ছে।
- HDFC ব্যাঙ্কে 15 থেকে 21 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা 7.55% হারে সুদ পাচ্ছে।
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 456 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা 7.65% হারে সুদ পাচ্ছে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 390 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা 7.7% হারে সুদ পাচ্ছে।
- ফেডারেল ব্যাঙ্কের 444 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা 7.65% হারে সুদ পাচ্ছে।
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে 391 দিন থেকে 23 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা 7.65% হারে সুদ পাচ্ছে।
আরও পড়ুনঃ ৬.৭৫% সুদ, মোটা রিটার্ন সহ ৫ লাখের ক্যাশলেস স্বাস্থ্য বীমা! নতুন স্কিম ইউনিয়ন ব্যাঙ্কের
কেন সিনিয়র সিটিজেনদের সুদের হার বেশি?
প্রথমত, ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেনদের 50 বেসিস পয়েন্ট অতিরিক্ত হারে সুদ দিয়ে থাকে। আর এর মূল কারণ – প্রবীণ নাগরিকরা বেশিরভাগ ক্ষেত্রেই বড় অঙ্কের সঞ্চয় ব্যাঙ্কে জমা রাখে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পছন্দ করে। ফলে ব্যাঙ্কগুলি তাদের প্রতি আকৃষ্ট হয় উচ্চ হারে সুদ দেয়। তাই যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন এবং অর্থনৈতিক নিরাপত্তা চান, তাহলে এই ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |