LPG, ATM থেকে রেলের টিকিট! ১ মে থেকে বদলে গেল বড়সড় এই ৫ নিয়ম

Published:

Rules Changes
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম (Rules Changes)। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সবকিছু। আর মে মাসের শুরুতেও হতে চলেছে এমন কিছু পরিবর্তন, যা আমাদের দৈনন্দিন জীবন, ব্যাঙ্কিং, রান্নাঘরের খরচ কিংবা রেলে যাতায়াত, সবকিছুর উপর সরাসরি প্রভাব ফেলবে।

আজ 1 মে, 2025। শ্রমিক দিবসের দিন থেকেই শুরু হচ্ছে পাঁচটি বড়সড় পরিবর্তন, যা আমাদের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। চলুন নেওয়া যাক একনজরে কী কী পরিবর্তন আসছে।

গ্যাস সিলিন্ডারে দামে স্বস্তি | LPG Price |

গ্যাসের বাজারে এবার একটু স্বস্তির হাওয়া। অবশেষে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। জানা যাচ্ছে, আজ থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম 17 টাকা কমে 1851.50 টাকায় দাঁড়িয়েছে। যদিও দিল্লিতে এই সিলিন্ডারের দাম হয়েছে 1747.50 টাকা, যা আগে ছিল 1762 টাকা। 

তবে জানিয়ে রাখি, রান্নাঘরে ব্যবহৃত গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডারে কোনোরকম পরিবর্তন আসেনি। সম্প্রতি 50 টাকা বাড়ানো হয়েছিল এই গ্যাস সিলিন্ডারের দাম, যা এখন দাঁড়িয়েছে 879 টাকা প্রতি সিলিন্ডার।

গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণ | Bank Merge |

1 মের সবথেকে বড় পরিবর্তন হল গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণ। হ্যাঁ, আজ থেকে 11টি রাজ্যে চালু হচ্ছে “এক রাজ্য এক আরআরবি প্রকল্প।” আর এই প্রকল্পের আওতায় 48টি গ্রামীণ ব্যাঙ্ক মিলে 28টিতে পরিণত হচ্ছে। এর ফলে গ্রামীন এলাকাগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা হবে আরও উন্নত ও ডিজিটাল। পাশাপাশি গ্রাহকবান্ধব পরিষেবা দেওয়া সম্ভব হবে।

রেলের টিকিটে বুকিং-এ বড়সড় বদল | Ticket Booking Rules |

যারা নিয়মিত রেলে ভ্রমণ করেন, তাদের জন্য কিছু নিয়মে পরিবর্তনে এসেছে। আজ থেকে ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট শুধুমাত্র সাধারণ কোচে দেওয়া হবে। স্লিপার বা অন্যান্য শ্রেণির কোচে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। তাছাড়া অগ্রিম টিকিট বুকিং এর সময়সীমা 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে। 

এটিএম থেকে টাকা তোলায় বাড়তি খরচ

ব্যাংকের খরচেও এবার আসলো বড়সড় রদবদল। আজ থেকে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রতি লেনদেনে 17 টাকা নয়, বরং 19 টাকা চার্জ দিতে হবে। এমনকি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য চার্জ 6 টাকা থেকে 7 টাকা করা হয়েছে। HDFC, PNB এবং IndusInd Bank ব্যাঙ্কগুলি তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরিবর্তন সম্পর্কে জানিয়ে দিয়েছে।

এটিএফ, সিএনজি এবং পিএনজির দামে বড়সড় পরিবর্তন

আজ থেকে বিমানের জ্বালানি অর্থাৎ এটিএফ এর দামে বড়সড় পরিবর্তন আসছে। পাশাপাশি শহরের পরিবহন ব্যবস্থায় সিএনজি এবং পিএনজির নামেও পরিবর্তন আসছে। যদিও এখনও নির্দিষ্ট পরিমাণ বলা যাচ্ছে না। তবে পরিবহন খাতে এই সমস্ত পরিবর্তনগুলি বিরাট প্রভাব ফেলবে।

আরও পড়ুনঃ ১৪ বছরেই কামাল! হার মানবে তাবড় তাবড় ব্যবসায়ীও! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তি কত?

তাই খাতায়-কলমে ছোট মনে হলেও এই পরিবর্তনগুলি সম্পর্কে অবশ্যই আমাদের অবগত থাকা জরুরী। 1 মে থেকে এই নয়া পরিবর্তনগুলি আমাদের জীবনে বড়সড় প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join