LPG থেকে UPI, পেনশন! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম

Published on:

lpg gas cylinder

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৪ এর ২৫ ডিসেম্বর। হইহুল্লোড়, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে কেটে গেল এই দিনটি। এবার আসছে বর্ষ বরণের আনন্দ। ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে সম্বর্ধনা জানানোর পালা। তবে নতুন বছর শুরু হতেই আসছে বড় চমক। নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। রান্নাঘরের এলপিজি সিলিন্ডারের (Liquefied petroleum gas) দাম থেকে শুরু করে UPI পেমেন্টর নয়া নিয়মে এবার বড় প্রভাব পড়তে চলেছে প্রতিটি গৃহস্থ বাড়িতে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই পরিবর্তনগুলি সম্পর্কে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

UPI 123 Pay নিয়ম বদল

অনেকদিন আগেই ফিচার ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধা শুরু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI। এবার সেই অনলাইন পেমেন্টের লেনদেনের সীমা বাড়ানো হচ্ছে নতুন মাস পড়তেই। হ্যাঁ, ঠিকই পড়ছেন, আগামী ১ জানুয়ারি থেকে গ্রাহকরা ১০ হাজার টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আগে যেখানে লেনদেনের সীমা ৫০০০ টাকা ছিল, সেটি আরও ৫০০০ টাকা বেড়ে হবে ১০ হাজার টাকা।

EPFO এর নিয়ম বদল

যখনই কোনো নতুন মাস পড়ে তখনই সরকারী নানা নিয়মকানুন এর মেগা পরিবর্তন ঘটে। যার মধ্যে অন্যতম হল EPFO এর নিয়ম। জানা গিয়েছে বছরের প্রথম দিনে, পয়লা জানুয়ারি পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম চালু করছে EPFO। এখন থেকে পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে নিজেদের প্রাপ্য পেনশন তুলতে পারবেন। এর জন্য তাঁদের কোনও অতিরিক্ত ভেরিফিকেশন করতে হবে না। এই নিয়ম প্রবীণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

LPG সিলিন্ডারের দামের পরিবর্তন

গৃহস্থের রান্নাঘরে এবার বড় প্রভাব পড়তে চলেছে। জানা গিয়েছে আগামী১ জানুয়ারি ২০২৫ থেকে তেল বিপণন সংস্থাগুলি রান্না এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের নতুন দাম ঠিক করতে পারে। প্রতি মাসে ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম একাধিকবার বদল হয়েছে। ক্রমেই ঊর্ধ্বমুখী এই দাম। তবে বিগত কয়েক মাস ধরে ১৪ কেজি রান্নার সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে। এবার সেই দামে বড় পরিবর্তন আশা করছেন সাধ মানুষ। বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে। তাই খানিক চিন্তিত মধ্যবিত্তরা।

কৃষকদের ঋণের নিয়মে পরিবর্তন

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এবার কৃষকদের বিনা গ্যারান্টিতেই ঋণ দেওয়ার সীমা বাড়ানো হবে। আর সেটাই এবার নতুন বছরে সম্পূর্ণ হতে চলেছে। ১ জানুয়ারি ২০২৫ থেকেই RBI বা কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনও গ্যারান্টি ছাড়াই কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। আগে কৃষকরা ১.৬ লাখ টাকা করে পেত, তবে এবার কৃষকদের জন্য বিনা গ্যারান্টিতে ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তাঁরা।

শেয়ার বাজারে নিয়মে বড় বদল

শেয়ার বাজার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। এবার সেই নিয়মেও বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে সেই পরিবর্তন দেখা যাবে সেনসেক্সের মাসিক এক্সপায়ারিতে। আগে প্রতি সপ্তাহে শুক্রবার করে সেনসেক্সের মাসিক এক্সপায়ার কর। আর এবার আগামী মঙ্গলবার এর পরিবর্তে শুক্রবার করা হয়েছে। এই নিয়ম চালু হবে আগামী জানুয়ারি থেকে। ত্রৈমাসিক এবং অর্ধ-বার্ষিক চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মঙ্গলবার। অন্যদিকে নিফটির মাসিক চুক্তির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group