৫০০০ করে বিনিয়োগে ১৫ বছরে মিলবে ৪২ লাখ

Published on:

PPF Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতে নিরাপত্তার জন্য সঞ্চয় সবারই দরকার হয়। তবে প্রশ্ন থাকে যে, কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকবে এবং মোটা অংকের ফান্ড তৈরি হবে? আর এবার এই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF স্কিম (PPF Scheme)। জানা যাচ্ছে, মাত্র 5000 টাকা প্রতি মাসে বিনিয়োগ করলেই আপনি গড়ে তুলতে পারবেন 42 লক্ষ টাকার শক্তিশালী ফান্ড। কি অবাক হচ্ছেন? আসলে এটাই সত্যি। তবে সম্পূর্ণ পদ্ধতি জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সেরা PPF

আসলে PPF হল কেন্দ্রীয় সরকারের এক নিরাপদ সঞ্চয় প্রকল্প। এখানে বিনিয়োগে সুদের হার ধার্য হয় সরকারি হারে। ফলে বাজারের ওঠানামার উপর কোনও প্রভাব পড়ে না। বর্তমানে এই স্কিমে 7.1% কমপাউন্ড হারে সুদ দেওয়া হয়। জানা যাচ্ছে, এই স্কিমের সম্পূর্ণ মেয়াদ 15 বছর।

সূত্র বলছে, এই স্কিমে আপনি প্রতিবছর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগের উপর কর ছাড়াও পাবেন। ফলে যারা ট্যাক্স ফ্রি এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজছেন তাঁদের জন্য PPF সেরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

5000 টাকা বিনিয়োগ করলেই চিন্তামুক্ত

ধরুন, আপনি প্রতি বছর PPF স্কিমে 5000 টাকা করে জমা দিচ্ছেন। তাহলে আপনার বার্ষিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 60 হাজার টাকা। এবার 15 বছরের হিসাব করলে আপনার মোট জমা দাঁড়াবে 9 লক্ষ টাকা। 

এমনকি 15 বছর শেষে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 16,27,284 টাকা। শুধু তাই নয়, 25 বছর পেরিয়ে গেলে এই ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 41,57,566 টাকায়। এর মধ্যে শুধুমাত্র সুদ পাবেন 26,45,066 টাকা।

আরও কিছু হিসাব দেখুন

  • যদি আপনি প্রতিমাসে 1000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 25 বছরের ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 8.17 লক্ষ টাকা। 
  • যদি মাসে 2000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 25 বছরে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 16.35 লক্ষ টাকায়। 
  • যদি মাসে 3000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 25 বছরে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 24.52 লক্ষ টাকায়। 
  • যদি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 25 বছরে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 1.76 লক্ষ টাকায়।
  • যদি মাসে 12,500 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 25 বছরে ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 1.02 কোটি টাকায়।

আরও পড়ুনঃ ২০০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ২.৫ জিবি ডেটা! সস্তার প্ল্যান Jio-র

অ্যাকাউন্ট কোথায় খুলবেন?

জানা যাচ্ছে, PPF অ্যাকাউন্ট আপনি নিকটবর্তী কোনও পোস্ট অফিস বা সরকার অনুমতিতে কোনও ব্যাঙ্কে গিয়েই খুলতে পারবেন। তবে হ্যাঁ, ন্যূনতম 500 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আর 15 বছর মেয়াদ শেষ হলে আপনি চাইলে 5 বছর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এমনকি চাইলে লোন নেওয়ার জন্যও আবেদন করতে পারবেন।

এক কথায়, নিয়মিতভাবে স্বল্প বিনিয়োগ করলেই যে মোটা অঙ্কের ফান্ড তৈরি করা যায়, PPF তার জলজ্যান্ত উদাহরণ। তাই যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে আজই পোস্ট অফিসে বা ব্যাঙ্কে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করুন এবং নিশ্চিন্ত থাকুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group