পাকিস্তান, তুর্কির চেয়েও বেশি! মাত্র একদিনেই আদানির আয় ১৪৬৮৮০০৮৮০০০ টাকা

Published on:

Gautam Adani

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্ব যখন অর্থনৈতিক টানাপোড়নের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন ভারতের ধনকুবের শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) খেল দেখালো। সূত্রের খবর, মাত্র একদিনে তার সম্পদ বেড়েছে 14,688 কোটি টাকা। কি শুনতে অবাক লাগছে? আসলে এটাই সত্যি। আর এই অঙ্কের পরিমাণ তুর্কি ও পাকিস্তানের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের চেয়েও বেশি!

পরিসংখ্যান কী বলছে?

সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত 27 মে, সোমবার আদানির সম্পত্তি বেড়েছে 1.2 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 14,688 কোটি টাকা। এর জেরে আদানির মোট সম্পত্তির পরিমাণ হয়েছে এখন 82.3 বিলিয়ন মার্কিন ডলার। সবথেকে বড় ব্যাপার, বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় তিনি এখন 20 নম্বরে জায়গা করে নিয়েছেন।

তুর্কি এবং পাকিস্তান যৌথভাবেও আদানির থেকে পিছিয়ে

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে তুর্কি এবং পাকিস্তান দিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে টার্গেট নিয়েছিল 5 বিলিয়ন মার্কিন ডলার। তবে 2024 সালে তাদের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল মাত্র 1.4 বিলিয়ন মার্কিন ডলারে। অথচ গৌতম আদানি মাত্র একদিনই তার থেকে বেশি সম্পদ নিজের করে নিয়েছেন।

প্রসঙ্গত, ভারতীয় সেনাদের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন তুর্কির পাকিস্তান সমর্থন এবং ভারতের বিরোধিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়কট তুর্কি ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে আদানির এই সাফল্য এক প্রকার পাল্টা চমকও বলা যেতে পারে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

প্রসঙ্গত, ভারত এখন অর্থনীতিতে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে। শুধু গৌতম আদনি নন, বরং ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানিও সোমবার 19,900 কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। তার এখন মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 104 বিলিয়ন মার্কিন ডলার। আর তিনি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় 17 নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন। 

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা

আমরা যদি বিশ্বের শীর্ষ দশ ধনকুবেরের তালিকা একটু খতিয়ে দেখি, তাহলে দেখতে পাবো-

  1. এলন মাস্ক, যার মোট সম্পত্তির পরিমাণ 374 বিলিয়ন মার্কিন ডলার। 
  2. জেফ বেজোস, যার মোট সম্পত্তির পরিমাণ 222 বিলিয়ন মার্কিন ডলার। 
  3. মার্ক জুকারবার্গ, যার মোট সম্পত্তির পরিমাণ 222 বিলিয়ন মার্কিন ডলার। 
  4. ল্যারি এলিসন, যার মোট সম্পত্তির পরিমাণ 181 বিলিয়ন মার্কিন ডলার। 
  5. বিল গেটস, যার মোট সম্পত্তির পরিমাণ 173 বিলিয়ন মার্কিন ডলার। 
  6. ওয়ারেন বাফেট, যার মোট সম্পত্তির পরিমাণ 157 মার্কিন ডলার। 
  7. স্টিভ বালমার, যার মোট সম্পত্তির পরিমাণ 156 বিলিয়ন মার্কিন ডলার। 
  8. ল্যারি পেজ, যার মোট সম্পত্তির পরিমাণ 153 বিলিয়ন মার্কিন ডলার। 
  9. বার্নার্ড আর্নল্ট, যার মোট সম্পত্তির পরিমাণ 152 বিলিয়ন মার্কিন ডলার। 
  10. সের্গেই ব্রিন, যার মোট সম্পত্তির পরিমাণ 143 বিলিয়ন মার্কিন ডলার। 

আরও পড়ুনঃ আয়ের নিরিখে কোহলিদের কাছে নস্যি বাবররা! IPL-কে কি টেক্কা দিতে পারল PSL

তবে বিশ্বের এই তাবড়তাবড় ধনকুবের ব্যবসায়ীদের মধ্যে ভারতের অন্যতম দুই সফল ব্যবসায়ী গৌতম আদানি এবং মুকেশ আম্বানি নিজেদের স্থান পাকাপোক্ত করে নিচ্ছে, যা ভারতের অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥