সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চশিক্ষার পথে অনেকেরই অর্থ বাঁধা হয়ে দাঁড়ায়। তবে এবার সেই বাঁধা দূর করতে আশার আলো হয়ে উঠতে পারে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (JBNSTS Scholarship)। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়া ছাত্রছাত্রীদের জন্য 48,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে এই স্কলারশিপে। কিন্তু কারা পাবেন, কীভাবে আবেদন করবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সবটা জেনে নিন আজকের প্রতিবেদনে।
কাদের জন্য এই স্কলারশিপ? | JBNSTS Scholarship |
খোঁজ নিয়ে জানা গেল, জগদীশচন্দ্র বসু স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী কিন্তু আর্থিকভাবে পেছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্যই। তবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি বা জৈব প্রযুক্তি দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
এই স্কলারশিপের মূলত দুটি ধরন রয়েছে। প্রথমত, জুনিয়ার স্কলারশিপ, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পড়ছে, তারা সুযোগ পায়। দ্বিতীয়ত রয়েছে সিনিয়র স্কলারশিপ, অর্থাৎ যারা উচ্চমাধ্যমিক পাস করে স্নাতক স্তরে সাইন্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে ভর্তি হয়েছে, তারা পায়।
কী কী যোগ্যতা পূরণ করতে হয়?
জুনিয়র স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিকে কমপক্ষে 75% নম্বর থাকতে হয় এবং একাদশ শ্রেণীতে অবশ্যই বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হয়। তবে সিনিয়র স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল থাকতে হয় এবং স্নাতক স্তরে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে যেকোনো স্বীকৃত কলেজে পড়তে হয়।
কী কী সুবিধা মেলে এই স্কলারশিপে?
এই স্কলারশিপে শুধুমাত্র যে মাসিক ভাতা দেওয়া হয়, এমনটা নয়। বরং বই কেনার খরচ এবং বিশেষ পুরস্কারও থাকে। হ্যাঁ, জুনিয়রদের জন্য প্রতি মাসে 1250 টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে 2500 টাকা বই কেনার জন্য দেওয়া হয় এবং সিনিয়রদের জন্য প্রতি মাসে 4000 টাকা ভাতা দেওয়া হয় এবং বছরে 5000 টাকা বই কেনার জন্য দেওয়া হয়।
তবে সবথেকে অবাক করার বিষয় হলো, লিখিত পরীক্ষায় প্রথম 10 জন ছাত্র এবং প্রথম 10 জন ছাত্রীকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হয়। অর্থাৎ, এই স্কলারশিপ পেতে গেলে একটি লিখিত পরীক্ষায় পাস করতে হয়।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা না মেনে ইরান থেকে ভারতে গ্যাস আমদানি করছে আদানি? তদন্তে নেমেছে আমেরিকা
কবে এবং কীভাবে আবেদন করবেন?
জানা যাচ্ছে, এই স্কলারশিপে অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 জুন, 2025 তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী 31 জুলাই, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আগ্রহী এবং যোগ্য শিক্ষার্থীদের আবেদন সেরে নিতে হবে। যারা আবেদন করতে চান, তারা www.jbnsts.ac.in ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন সেরে নিতে পারবেন।
জানিয়ে রাখি, পরীক্ষাটি আগামী 24 আগস্ট, 2025 তারিখে অনুষ্ঠিত হবে এবং পশ্চিমবঙ্গের মোট 34 টি সেন্টারে এই পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টার এবং অন্যান্য তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।