বিহারের ১,১১ কোটি মানুষ পেলেন পেনশনের ১২২৭.২৭ কোটি টাকা! কোন প্রকল্পে?

Published on:

Updated on:

Social Security Pension Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সামাজিক নিরাপত্তা পেনশন যোজনার (Social Security Pension Scheme) আওতায় এবার 1.11 কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল 1227.27 কোটি টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুক্রবার এই অর্থ সরাসরি ডিবিটি’র মাধ্যমে ট্রান্সফার করে দেন। 

জানা গিয়েছে, এতদিন পেনশন হিসেবে যেখানে মাসে 400 টাকা দেওয়া হতো, এবার তা বাড়িয়ে 1100 টাকা করা হয়েছে। প্রসঙ্গত, এই নতুন হার জুন মাস থেকে কার্যকর হয়েছে। তবে কারা পেয়েছেন এই টাকা এবং আপনিও এই পেনশন পাওয়ার জন্য যোগ্য কিনা তা কীভাবে দেখবেন? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

বিরাট প্রকল্প রাজ্য সরকারের

আসলে এটি পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্যের উদ্যোগ নয়, বরং বিহারের সামাজিক নিরাপত্তার আওতায় চালু করা হয়েছে এই প্রকল্প। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সামনে একটি সামাজিক চিত্র তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে কীভাবে রাজ্যের বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী মানুষের জীবনে পরিবর্তন এসেছে।

মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এ দিন জানিয়েছেন, এই স্কিমের 54.5 শতাংশ প্রাপকই মহিলা। আর এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নেও বিরাট ভূমিকা রাখবে। তিনি জানিয়েছেন, এখন থেকে প্রতি মাসের 10 তারিখেই প্রাপকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের পেনশনের টাকা পাঠানো হবে। আর পরবর্তী কিস্তি আগামী 10 আগস্ট সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ১৫ জুলাই থেকে Youtube থেকে আয় আরও কঠিন! ১০ বছরের পুরনো ফিচার বন্ধ করছে Google

কারা পাবে এই পেনশন?

জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় মূলত 60 বছরের বেশি বয়সের পুরুষ বা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি যারা চোখে দেখতে পান না, হাঁটাচলা করতে পারে না বা কথা বলতে পারে না, এমনকি স্বামী হারা বিধবা মহিলারা প্রতি মাসে 1100 টাকা করে পেনশন পাবে।

এমনকি এই প্রকল্প নিয়ে সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেছেন, 2005 সালের আগে যারা ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারেনি। শুধু মুখে বলে বেড়িয়েছে। আমরা বরাবরই মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের আর্থিক সহযোগিতার দিতে গুরুত্ব দিয়েছি। আর সেজন্যই এই প্রকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥