সহেলি মিত্র, কলকাতা : সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার নানারকম প্রকল্প চালাচ্ছে। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে যেখানে আপনি ৩০০০ টাকা অবধি পেনশন (Pension) পেয়ে যাবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে এমন অনেক প্রকল্প শুরু হয়েছে, যেখানে আপনি বিনিয়োগ করে আপনার ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন। এই স্কিমটি হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই স্কিমে অল্প বিনিয়োগ করে পেনশনের ব্যবস্থা করা যেতে পারে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন (PM-SYM) একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প। এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ৬০ বছর বয়সের পরে ন্যূনতম ৩,০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হয়। অবশ্য যাদের মাসিক আয় ১৫,০০০ টাকা পর্যন্ত হবে তাঁরাই পাবেন এই টাকা।
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে বেশিরভাগই গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, মধ্যাহ্নভোজ শ্রমিক, মাথার বোঝা বহনকারী, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, ইটভাটা শ্রমিক, মুচি, ঝাড়ুদার, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল শ্রমিক অথবা অন্যান্য পেশায় নিযুক্ত শ্রমিক। তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
মিলবে মোটা অঙ্কের পেনশন
এই প্রকল্পে, কেন্দ্রীয় সরকার ১:১ ভিত্তিতে শ্রমিকের অবদানের সমান অবদান রাখে। ১৮ বছর বয়সে ৫৫ টাকার ছোট বিনিয়োগ দিয়ে শুরু করা যেতে পারে। এই স্কিমটি বাধ্যতামূলক নয়। কর্মীরা তাদের ক্ষমতা এবং প্রয়োজনের ভিত্তিতে অবদান রাখতে পারেন। যদি সুবিধাভোগীর মৃত্যু হয়, তাহলে তার স্বামী/স্ত্রী পারিবারিক পেনশন হিসেবে পেনশনের পরিমাণের ৫০ শতাংশ পাবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী/স্ত্রীর জন্য উপলব্ধ হবে। যদিও কিছু শর্ত মেনে চলতে হবে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে চমক, ফের দাম কমল সোনার, জেনে নিন আজকের রেট
১) বিনিয়োগের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া উচিত।
২) মাসিক আয় ১৫,০০০ বা তার কম হতে হবে।
৩) কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (EPF), কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC), অথবা জাতীয় পেনশন প্রকল্পের (NPS) আওতাভুক্ত হওয়া উচিত নয়। এছাড়াও, একজনের আয়করদাতা হলে আবেদন করা যাবে না।
৪) সুবিধাভোগী অন্য কোনও সরকারি পেনশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাঁরা আবেদন করতে পারবেন।
৫) আধার কার্ড, আইএফএসসি সহ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট। এ ছাড়া, সে মোবাইল ফোন ব্যবহার করে। এগুলো সবই গুরুত্বপূর্ণ নথি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |