২৬৫০ টাকা দরপতন! দিনের পর দিন তলানিতে ঠেকছে সোনা-রুপোর দাম, আজকের রেট

Published:

Gold
Follow

সৌভিক মুখার্জী, কলকাটা: গত কয়েকদিন ধরেই আকাশছোঁয়া সোনার দর (Gold Price) সাধারণ মানুষের একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছিল। আর এই পরিস্থিতিতে যারা সোনা কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এবার দারুণ সুখবর। হ্যাঁ, গত এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম অনেকটাই নিচে নেমে এসেছে।

রিপোর্ট বলছে, গত সাত দিনে 24 ক্যারেট সোনার দাম 2,650 টাকা পর্যন্ত কমেছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। 22 ক্যারেট সোনার দামও কমেছে প্রায় 2,470 টাকা। যেখানে কিছুদিন আগেও 10 গ্রাম সোনা 1 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে এই দরপতন সাধারণ মানুষের পকেটে অনেকটাই স্বস্তি দিচ্ছে।

আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Rate Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 87,550 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রয় হচ্ছে প্রতি 10 গ্রাম 95,510 টাকায়। তবে সেই সূত্র ধরে দিল্লিতে সোনার দর অনেকটাই চড়া। আজ দিল্লি, আহমেদাবাদ, নয়ডা, লখনৌ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 87,700 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 95,660 টাকায়।

রুপোর দামেও ঝটকা | Silver Rate Today |

শুধু হলুদ ধাতু নয়, রুপোর দামও সুখবর শোনাচ্ছে। সূত্র বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে রুপোর দাম প্রায় 3,900 টাকা পতন হয়েছে। হ্যাঁ, আজ 4 মে, রবিবার। আজ প্রতি কেজি সাদা ধাতুর দাম দাঁড়িয়েছে মাত্র 98,000 টাকা। যেখানে গতকাল ইন্দোর বাজারে রুপোর দাম ছিল 95,200 টাকা প্রতি কেজি।

কেন এই দরপতন?

সম্প্রতি আমেরিকা ও চিনের মধ্যে চলতে থাকা শুল্কযুদ্ধ আন্তর্জাতিক বাজারকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল। তবে অক্ষয় তৃতীয়ার পর থেকে বাজারে আবারও স্থিতিশীলতা ফিরে এসেছে। হ্যাঁ, ভারতীয় রুপির মূল্য আবারও চড়া হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন হয়েছে। আর এর জেরেই ভারতের বাজারে সোনার দর তলানিতে ঠেকছে।

আরও পড়ুনঃ তিন ব্যাঙ্ক থেকে হয়ে গেল এক! বাংলায় পথচলা শুরু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের

এখনই কি বিনিয়োগ করবেন?

যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। হ্যাঁ, বাজারের এই দরপতনের এই সুযোগকে কাজে লাগিয়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে মোটা অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। তবে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join