সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্ত থেকে শুরু করে বিনিয়োগকারীদের পকেটে চাপ ফেলে ফের বাড়লো সোনা রুপোর দাম (Gold And Silver Price Today)। গত তিনদিনের ধারা আজও অব্যাহত থাকলো। হ্যাঁ, আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল সবুজ চিহ্ন। অনেকটাই বেড়েছে আজ হলুদ ধাতুর বাজার দর। কিন্তু কেন এত ঊর্ধ্বগতিতে ঠেকছে সোনা রুপোর দাম? কোন শহরে আজ কতই বিকোচ্ছে মূল্যবান ধাতু? সবটা রইল আজকের প্রতিবেদনে।
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
- আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,550 টাকায়, যা গতকালের তুলনায় 50 টাকা ঊর্ধ্বগতি।
- আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,300 টাকায়।
- আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,450 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,350 টাকা।
24 ক্যারেট পাকা সোনার দাম
- আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,800 টাকা, যা গতকালের তুলনায় 100 টাকা ঊর্ধ্বগতি।
- আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,600 টাকায়।
- আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,750 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,650 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
- আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,700 টাকায়।
- আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,100 টাকায়।
- আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,700 টাকায়।
- আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,830 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,750 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
- আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,01,650 টাকায়, যা গতকালের তুলনায় 950 টাকা ঊর্ধ্বগতি।
- আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,14,000 টাকায়।
- আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,04,000 টাকায়।
আরও পড়ুনঃ নয়া পেনশন স্কিম নিয়ে খারাপ খবর! ডেডলাইন ৩০ জুন, চিন্তিত কেন্দ্রীয় কর্মীরা
এখনই কি বিনিয়োগ করবেন?
সোনা রুপোর দামের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারন ক্রেতাদের কপালে আবারো চিন্তার ভাঁজ ফেলেছে। হ্যাঁ, দর যখন তলানিতে ঠেকে, তখন বিনিয়োগকারীরা আগ্রহ দেখায়। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারের টালমাটাল পরিস্থিতির জেরে এই দরের ঊর্ধ্বগতি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটবেন।