সোনা, রুপোর দামে বিরাট পরিবর্তন! বাড়ল না কমল? রইল আজকের রেট

Published:

Gold
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দামে (Gold Price) ফের ছ্যাঁকা। গতকালের তুলনায় আজ আবারও 500 টাকা ঊর্ধ্বগতি হলুদ ধাতুর দর। ফলে সাধারণ মানুষের পকেটে আবারও চাপ পরলো। কোন শহরে কত টাকা বাড়লো সোনার দর? সোনার বাজারে সবুজ চিহ্ন, কিন্তু হঠাৎ কেন এত দর বৃদ্ধি? কোন শহরে আজ কত টাকায় বিকোচ্ছে সোনা-রুপো? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আর শহরভিত্তিক সোনার দর | Gold Price Today |

আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,750 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,000 টাকায়। তবে অন্যদিনের তুলনায় আজ দিল্লিতে সোনার দাম কম। আজ দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,410 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,620 টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

এদিকে আজ রুপোর দরও সাধারণ মানুষের পকেটে চাপ দিচ্ছে। গতকাল যেখানে দর ছিল 96,900 টাকা প্রতি কেজি, সেখানে আজ 2,100 টাকা দর বৃদ্ধি হয়ে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে 99,000। ফলে রুপো গ্রাহকদের জন্য আবারো পকেটে বাড়তি চাপ।

কেন সোনা-রুপোর দর বৃদ্ধি?

সম্প্রতি বিশ্ব রাজনীতিতে যে টানাপোড়েন চলছে, তা সরাসরি ভারতের সোনার বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছে, তাতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা আবারও হু হু করে বাড়ছে। যার প্রভাব ভারতের সোনার বাজারে আসছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি এই শুল্কযুদ্ধ আরও দীর্ঘ হয়, তাহলে সোনার দাম আগামী দিনে ১৩৮ টাকার গণ্ডিও পার করতে পারে।

কীভাবে নির্ধারিত হয় সোনার দর?

ভারতের বাজারে সোনার দর মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তন হয়। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দর ওঠানামা করলে ভারতের বাজারে প্রভাব পড়ে। এছাড়া ভারতীয় রুপির মূল্য ওঠানামা ও সরকারের নির্ধারিত শুল্ক এবং কর সোনার দামে প্রভাব ফেলে। শুধু তাই নয়, উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই দর বৃদ্ধি পায়। 

আরও পড়ুনঃ চাকরি বদলেছেন অথচ PF অ্যাকাউন্ট ট্রান্সফার করেননি? হতে পারে বড় সমস্যা

ভবিষ্যৎ সম্ভাবনা

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যারা এখন সোনা কিনতে চান, তাদের কিছুটা অপেক্ষা করে যাওয়াই ভালো। কারণ যদি এই দর বৃদ্ধির ধারা বজায় থাকে, তাহলে 1 লক্ষ টাকার গণ্ডি পার করতে বেশিদিন সময় লাগবে না। তবে যারা সোনা কিনতে চাইছেন, তাদের আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া ভালো। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join